আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
850 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (35 points)
আসসালামু আলাইকুম। দয়া করে ধৈর্য ধরে আমার লেখাটা পড়বেন শায়েখ।

   আমি আমার বাবা মায়ের বড় মেয়ে। আমরা ৩ ভাই বোন।   Master's শেষ করেছি প্রায় ১ বছরের বেশি। আমার বয়স ২৭+   আমি চেয়েছিলাম সরকারি চাকরি করতে। এর উপর আমার অনেক ঝোক ছিল। যেহেতু আমার পরিবার নিম্ন মধ্যবিত্ত তাই অনেক কসট করে লেখাপড়া শিখেছি। বাবা ১টি প্রাইভেট কম্পানিতে অল্প বেতনে চাকরি করেন। সেখানে তিনি ৭/৮ বছর আগেই retired করেছেন। বিয়ের জন্য বাবা মা ভাল একজন পাত্র অনেক আগে থেকেই চাইছিলেন কিন্তু আমাদের relatives দের তেমন মাথা ব্যথা নেই বললেই চলে। আমার বাবার বেশি ধন সম্পদ নেই এবং আমি কালো ইত্যাদি কারণেই maybe ভালো ছেলে পাওয়া সম্ভব নয়। আপনি তো জানেনই এখনকার সমাজের কি mentality. যাই হোক আমি অন্য সবার মত আগে চিন্তা করতাম ভালো চাকরি পেলে ভালো ছেলে এমনিতেই আসবে। আমি আগে থেকেই সব ছেলেদের সঙ্গে কথা বলতে পারতাম না বিরক্ত লাগত। cousin দের সঙ্গে কথা বলতাম যেহুতু তারা cousin. আমি কলেজ লাইফ এবং university life পুরোটাই পড়েছি মহিলা কলেজ থেকে। শুধু school life এ combined school এ পড়েছি। তাই ছেলেদের সঙ্গে তেমন মিশতেও পারতাম না। ভাবতাম যত কথা বলার husband এর সাথে বলবো। হঠাৎ করে আমি বিভিন্ন প্রখ্যাত   ব্যক্তির ওয়াজ মাহফিল এবং ইসলামিক সংলাপ শুনতে শুরু করি আমার চিন্তা ভাবনা fully change হতে থাকে। মেয়েদের পরিপূর্ণ পর্দা সম্পর্কে idea পাই। প্রায় ১৮/১৯ দিন হয়েছে আমি অনেক কিছু বুঝতে এবং অনুধাবন করতে শিখেছি। নিজেকে পালটানোর চেষ্টা করছি। আর এটা নিয়েই যত সমস্যা। আব্বুর জব আর ২ বছরও নাই। তিনি contract এ চাকরি করছেন ২ বছরের জন্য। আমার আব্বুর শুধু বাড়ির জায়গা আছে। আব্বু ঘর করাও complete করতে পারেন নাই এখনও। এর জন্যও নাকি আমার বিয়ের জন্য ভালো ছেলে আসেনা বলে আমার relatives রা বলে। আমার আব্বু এমনিতে নামাজ এবং সবসময় কোরআন শরীফ পড়েন। কিন্তু নারীদের পরিপূর্ণ পর্দা বলতে তিনি বোরখা পড়াকেই বোঝেন। mixed পরিবেশে কাজ করার প্রবলেম কি আর নন মাহরাম ব্যক্তির সাথে কাজ করার কি সমস্যা তাই বোঝাতে পারছি না। আমার আম্মু তো সারাখন কান্নাকাটি করেন আমার কি হবে। আমার পরিবারের কি হবে। নিম্ন মধ্যবিত্ত পরিবারে যা হয় আরকি। আম্মু মামাদের থেকে টাকা নেন আমাদের জন্য। যেহেতু আমাদের পরিবার তেমন সবচ্ছল নয়। আমার পর  আমার বোন আছে। সেও Master’s এ। আমি যেহেতু বলছি mix পরিবেশে চাকরি করবো না। তাই সবার এখন মাথাব্যথা আমাকে নিয়ে। সবাই ভাবে ওয়াজ মাহফিল শুনে শুনে আমার মাথাটাই আমি change করে ফেলছি। আম্মু আব্বু এর মেয়ে ওর মেয়ের উদাহরণ দেয় যারা ভদ্রভাবে চাকরি করে । বাধ্য হয়ে আজকে BCS exam দিয়ে আসছি। ওখানে আবার কান খোলা রাখা লাগে। কি যে বিপদেে পড়ছি। আম্মু তো খালাম্মাদের call করে কান্নাকাটি করে শেষ। সবাই আমারে খালি উপদেশ বানী শোনায়। কিন্তু আমার মনে তো এখন শুধু আল্লাহর ভয়। সব ধরনের গুনাহের কাজগুলো ছাড়ার চেষ্টা করছি। আমার হঠাৎ এই পরিবর্তন তাদের মেনে নিতে কসট হচ্ছে। আম্মু সবাইকে আমার আগের ছবি দিচ্ছেন ছেলে দেখার জন্য। আগেও ছবি দিতেন। এটাও তো একটা বড় গুনাহ। আপনি তো ভালো করেই জানেন আমাদের সমাজে কি করে মেয়ে দেখা হয়। পুরো ১৪ গুসটি নিয়ে। মেয়ে পছন্দ হোক আর না হোক। বিয়েটাও কত গুনাহের মাধ্যমে করা হয়। ওই পরিবারে গেলেও কত সমস্যা হবে পর্দা নিয়ে। তাই আমার মনে হয় পর্দা করে সরকারি প্রাইমারি স্কুলের চাকরিটা বেটার হবে। তখন আমি আমার মতামত ভালো করেই রাখতে পারব। কারণ আমার first priority হচ্ছে একজন মুমিন নেককার ব্যক্তিকে husband হিসেবে পাওয়া যে স্ত্রীকে সম্মান করবে ও পর্দা পরিপূর্ণভাবে পালন করতে দিবে এবং তার ১টি পুরো পরিবার maintain করার সামর্থ্য থাকবে যাতে আমার চাকরি করতে না হয়। উলটো সে যেন আমাকে support করে চাকরি ছাড়ার জন্য। তাই আমর কাছে এখন পথ খোলা আছে ২টা। হয় সরকারি প্রাইমারির চাকরি manage করে পর্দার সাথে চাকরি করা যেহেতু primary তে মেয়ে teacher বেশি হয়। আর ১টা শিক্ষাক নিবন্ধন দিয়ে junior teacher হিসেবে  মহিলা মাদ্রাসায় চান্স পাওয়া। সেটাও অনেক লেন্দি process. যেহেতু এখনও junior teacher er jonno apply করি নাই। কখন যে circular হবে আল্লাহই জানেন। মহিলা মাদ্রাসায় ও কিন্তু ছেলে শিক্ষাক থাকে বেশি যেটা আমি শুনেছি।  তবু সেখানেও কিন্তু আমি পর্দা maintain করতে পারবো মেয়েদেরকে পড়িয়ে। আম্মু বলেন তোমার উচিত BCS দিয়ে মহিলা কলেজ এ আসার try করা। তুমি নিজেও তো মহিলা কলেজেে পড়েছ। তোমার Department এ তো মেয়ে teacher ই বেশি ছিল। এখন আপনি বলেন আমার কি করা উচিত। একটু কসট করে তাড়াতাড়ি উত্তর দিবেন। আমি এখন দন্দে আছি এইটা নিয়ে। আম্মু তো বলে আমার জন্য সেরকম ছেলে তিনি কোথা থেকে পাবেন। তার উপর আমি এত সুন্দর না। মানুষের এত comment শুনতে আমি চাই না। আমি আমার মত করে একজন ভালো মুমিন ব্যক্তিকে চাই আমার husband হিসেবে। আপনি কি দয়া করে বলতে পারেন আমি কি করব? কি করা উচিত ।আমি যা ভাবছি সেভাবে কি চাকরি করা ঠিক হবে? আমার থেকে তো অন্য মেয়েরাও  শিখতে পারবে।

1 Answer

0 votes
by (589,680 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/10869 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
আল্লাহ তা'আলা পুরুষ এবং নারী দু'টি ভিন্ন জাতিকে তৈরী করেছেন।এবং তাদের কাজকেও বন্টন করে দিয়েছেন।এভাবে যে, সাধারণত পুরুষ বাহিরে কাজে ব্যস্ত থাকবে এবং নারীরা ঘরের ভিতর সামাল দিবে।এবং সন্তানসন্ততি কে শিক্ষাদীক্ষা দেয়ার মত মহান কাজ আঞ্জাম দিবে।

নারীশ্রম কে ইসলাম নিরোৎসাহিত করেছে।তবে শরয়ী জরুরুতে অনুমোদনও দিয়েছে।
নারীশ্রমের শরয়ী বিধান জানতে ভিজিট করুন করুন-https://www.ifatwa.info/632

ফিৎনার আশংকা না থাকলে নারীদের জন্য একদিন একরাত (পায়ে হেটে)সফর পরিমাণ দূরত্ব তথা (৭৭÷৩=২৫.৬)২৫.৬ কিলোমিটার বা তার চেয়ে কম পরিমাণ জায়গা সফর করা মাহরাম ব্যতীত জায়েয আছে।তবে ফিৎনার আশংকা থাকলে জায়েয হবে না।বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/212

পর্দা করা ফরয।পর্দার তিনটি স্থর রয়েছে পর্যায়ক্রমে।প্রথম স্থর হল,ঘরে বসে পর্দা করা।বিস্তারিত জানুন-https://www.ifatwa.info/572
মানবিক প্রয়োজন,যার জন্য বের না হলেই নয়।যেমন মাহরাম না থাকাবস্থায় খাবার দাবার ও পোষাক ইত্যাদি ক্রয় বা চিকিৎসা কিংবা মাহরাম আত্মীয় স্বজনকে দেখা ইত্যাদির জন্য বাহিরে যাওয়া।সুতরাং বিনা প্রয়োজনে ঘরের বাহিরে না যাওয়াতে ফরয বিধান পালন হবে।

আল্লাহ তা'আলা বলেন,
وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا
তোমরা গৃহাভ্যন্তরে অবস্থান করবে-মূর্খতা যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না। নামায কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করবে। হে নবী পরিবারের সদস্যবর্গ। আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পূত-পবিত্র রাখতে।(সূরা আহযাব-৩৩)বিস্তারিত জানতে ভিজিট করুন-৩২৪৭

ফ্রি মিক্সিং পরিবেশ ব্যতীত পর্দা সম্মত হালাল যেকোনো চাকুরী করতে পারবে।তবে অবশ্যই পিতা বা স্বামীর অনুমতি সাপেক্ষ্যে।বিনা প্রয়োজনে চাকুরীতে না যাওয়াই উত্তম।যদি ফ্রি মিক্সিং চাকুরী করা ব্যতীত খোরাকীর অন্য কোনো ব্যবস্থা না থাকে,তাহলে ইস্তেগফারের সাথে রুখসত হবে।বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/3503

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি মহিলা কলেজে চাকুরী নিতে পারেন, যদি তাতে পুরুষ সহকর্মী না থাকে। তাছাড়া আপনার পরিস্থিতি বিবেচনায় সর্বদা চক্ষুকে অবনত করার শর্তে আপনার জন্য সহশিক্ষা ব্যবস্থায়ও চাকুরীর অনুমোদন হতে পারে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...