আসসালামু আলাইকুম।আমি একটি জরুরী বিষয়ে জানতে চাই। একদিন আমার স্বামী কথায় কথায় বলেছিলেন খালি বাপের বাড়ি বাপের বাড়ি করো আর যদি বাপের বাড়ি যেতে চাও তাহলে একবারে ই দিয়ে দিব বা পাঠায় দিব এরকম কিছু বলেছিলো কিন্তু তালাক দিয়ে দিব বা সংসার আর করবো না এমন কিছু বলে নাই।সম্ভবত উনি তালাক দেওয়ার জন্য এই কথা বলে নাই শুধু অভিমান করে বলেছেন। আমাদের মধ্যে সেদিন তেমন কোনো ঝগড়া ও হয় নাই। আমি ও বলেছিলাম আচ্ছা পাঠায় দিয়েন( এই কথা বলার সময় আমার মনে তালাক এর বিষয়টা চলে আসছিলো যেহেতু আমি তালাক বিষয়ে অনেক কিছু পড়তাম) অভিমান করেই বলেছি।আর কিছু আমি ও বলি নাই উনিও বলে নাই। কিন্তু এখন আমার ভয় হচ্ছে ঐ কথার কারণে কি কোনো সমস্যা হবে। অবশ্য পরে উনি খুশি মনেই আমাকে বাপের বাড়ি আসতে দিয়েছে এবং নিয়েও গেছে খুশি মনেই।