আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ ৩ টা প্রশ্ন
১।আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। এখানে কয়েক বছর আগে কিছু প্রশ্ন করে আকীদা ঠিক রেখে করলে ঈমান যাবে না এমন উত্তর পাওয়ার পর ভেবেছে পরে আকীদা ঠিক রেখে করলে সমস্যা নাই ঈমান যাবে না বলেছে পরে করলে সমস্যা হবে কিনা এমন জানে না।এমন ভেবে কয়েকবার করা হলে সে কাজ, পরে এই সাইটে আবার এসব নিয়ে খুজাখুজি করতে করতে আবার ঈমান নিয়ে সন্দেহের সৃষ্টি হলে কি আবার প্রশ্ন করা উচিত নাকি তওবা করলে কি আর ঈমান ও বিয়ে নবায়ন করতে হবে?না বুঝে এমনটা করার কারণে কি ঈমান চলে যাবে?
২।এমন আরো অনেক কিছু নিয়ে সন্দেহ বা টেনশন হলে কি প্রশ্ন না করলে কোন সমস্যা হবে?
৩।কেউ খারাপ উদ্দেশ্যে না এমনিতে যদি বলে না আবদুর রহমান নাম সবাই রাখে আর ওল্ড টাইপের এটা রাখা যাবে না।কটুক্তি না এমনিতে বললে মানে এরকম বলার দ্বারা ঈমান চলে যেতে পারে না জেনে বললে কি ঈমান চলে যাবে?
এগুলো কি ওয়াসওয়াসা?তখন এত বেশি জানা ছিল না ঈমান ভাঙার কারণ নিয়ে এখন সব বিষয়ে ঈমান ভাঙার কারণ বলে সন্দেহ চলে আসে।এটা কি ওয়াসওয়াসা