ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মৃত্যু পরবর্তী সম্পদকে আল্লাহ তা'আলা নিজেই বন্টন করে দিয়েছেন।তাই কারো মৃত্যুর পর আল্লাহ তা'আলা প্রদত্ত বিধি-বিধানের আলোকেই তার সম্পদ বন্টন করতে হবে।এক্ষেত্রে কোনো ওয়ারিছকে তার নির্ধারিত অংশ ব্যতীত অতিরিক্ত কিছু দেয়া যাবে না বা তার ওসিয়ত করা যাবে না। জায়েয হবে না।তবে বাকী সমস্ত ওয়ারিছদের সম্মতিতে কোনো এক ওয়ারিছকে সমস্ত সম্পত্তি বা তার নির্ধারিত অংশের চেয়ে বেশী দেয়া যাবে। মৃত্যুর সময় এক তৃতীয়াংশ সম্পত্তিকে ওয়ারিছ ব্যতীত অন্য যে কারো জন্য ওসিয়ত করা জায়েয আছে। সে সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/7754
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার বাবা বলেছেন, উনার ইনকামে হারাম রয়েছে , উনাকে জিজ্ঞাসা করবেন, কি রকম হারাম উনার ইনকামে রয়েছে। উনি যদি লোনকে উদ্দেশ্য নিয়ে থাকেন, তাহলে তখন দেখতে হবে উনি লোন কি দ্বারা পরিশোধ করেছেন? হালাল মাল দ্বারা পরিশোধ করেছেন? না হারাম মাল দ্বারা? যদি উনি হালাল মাল দ্বারা লোন পরিশোধ করে থাকেন, তাহলে লোন গ্রহণের গোনাহ হলেও উনার বাড়ী বা ব্যবসা হারাম মাল হিসেবে বিবেচিত হবে না।