বাবা মা শরীয়ত বিরোধী কোনো কাজ যা গুনাহের কাজ করতে বললে তা কি মানতে হবে?
আমি সদ্য hsc পরীক্ষা দিয়েছি, কিছু দিন আগে দ্বীন সম্পর্কে ইলম অর্জন করার কথা। বোধগম্য হয়েছে, তাই এখন পরবর্তীতে সহশিক্ষা পরিহার করতে চাই, আমার বাবা মা আমাকে জোর না করলেও এক রকম তারা চাচ্ছে আমি পাবলিক ভার্সিটি গুলোর জন্য প্রিপারেশন নেই, সেগুলো চালিয়ে যাই। আমি এখন নিকাব ছাড়া বাহিরে যাইনা, সহশিক্ষার মধ্যে দিয়ে বোর্ড পরীক্ষা শেষ করতে আমার খুব অসস্তিকর পরিবেশ হয়েছে যা এখন এর দিনে সাধারণ যারা পর্দা করেনা, আমি মনে করছি আমি এখন জেনারেল লাইনে পড়ালেখা করলে আমি পথভ্রষ্ট হয়ে যাবো, আগে যেমন দুনিয়ার প্রতি আকৃষ্ট ছিলাম আমার সেই মোহে জড়িয়ে যাবো যা ইদানিং ও হয় যখন আমি ওমন পরিবেশে যাই।
আমি যদি এখন সহশিক্ষায় না পড়ি তারা আমাকে প্রেশার দিবে না, কিন্তু এক্ষেত্রে তারা যা চাচ্ছে তা কি শুনতে হবে?