ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বেগানা নারী-পুরুষ খালওয়াত তথা নির্জনে একাকী অবস্থান করতে পারবে না। হাদীসে একে নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে.......
ﻻَ ﻳَﺨْﻠﻮﻥَّ ﺭَﺟُﻞٌ ﺑِﺎﻣْﺮَﺃﺓٍ ﺇِﻻَّ ﻭَﻣَﻌَﻬﺎ ﺫُﻭ ﻣَﺤْﺮَﻡ )
কোনো পুরুষ কোনো মহিলার সাথে মহিলার মাহরাম না থাকা অবস্থায় নির্জনে একাকী বসবাস করতে পারবে না।(সহীহ বুখারী-৫২৩৩;সহীহ মুসলিম-১৩৪১)
প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) বিপরীত লিঙ্গের স্টুডেন্টকে আপনি পড়ান বা অন্য কেউ পর্দা ও শরয়ী বিধানকে ফলো করতে হবে। যদি আপনি ফলো না করেন বা আপনি যাকে স্টুডেন্ট দিলেন সে যদি ফলো না করে, তাহলে গোনাহের একটি অংশ আপনার কাধেও আসবে।
(২) যে যাকে পড়াবে, তার সাথে আলোচনা করে বেতন নেয়া হবে। এখানে ক্লাস সমান বা বেতন সমান হতে হবে এরকম কোনো বিষয় নেই।