আসসালামুআলাইকুম, আমি একজন শিক্ষক (হোম টিউটর)
1. আমি পর্দা রক্ষার খাতিরে মেয়ে স্টুডেন্ট পড়াবনা, কিন্তু অনেক পুরুষ শিক্ষকই মেয়েদের পড়ান... তো আমি যদি কোনো পুরুষ শিক্ষক কে আমার মেয়ে স্টুডেন্ট দেই আর বিনিময়ে তার থেকে তার ছেলে স্টুডেন্টকে নেই পড়ানোর জন্য তাহলে কি জায়েজ হবে? না হলে করনীয় কি?
2. ধরুন আমি একজন শিক্ষক কে একাদশ শ্রেণীর একটা স্টুডেন্ট দিলাম সম্মানী 5000 টাকা, আর ওই শিক্ষক বিনিময়ে আমাকে একজন দশম শ্রেণীর স্টুডেন্ট দিল যার সম্মানী 4000 টাকা, এভাবে টিউশন স্টুডেন্ট এক্সচেঞ্জ করা জায়েজ হবে? নাকি টাকার পরিমাণ সমান হতে হবে/ ক্লাস একই হতে হবে/অন্য কোনো শর্ত মানতে হবে?
জাঝাকাল্লাহু খাইরণ