আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
১. আমি অবিবাহিতা। আমি স্বপ্নে দেখেছি আমার মাথার কয়েকটা চুল সাদা হয়ে গেছে। এর ব্যাখ্যা কি হতে পারে দয়া করে জানাবেন।
২.একজন দ্বীনদার ব্যক্তিকে আমাদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল। উনি জানিয়েছিলেন যে উনার অন্য জায়গায় বিয়ের কথাবার্তা চলছে, ওটা যদি না আগায় তাহলে উনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি শিউর না তবে যতদুর বুঝতে পারছি, হয়তো উনার সে জায়গায় কথাবার্তা আগায় নি। কিন্তু উনারা আমাদের সাথে আর যোগাযোগ করেননি বা আদৌ করবেন বলে মনে হয় না। কিন্তু ছেলের দ্বীনদারিতা+অন্য সবকিছু মিলিয়ে আমার বেশ ভালো লেগেছে তাই আমি এখনো আশায় আছি যে উনারা হয়তো যোগাযোগ করবেন। এখন এটার সাথে কি আমার উপরের স্বপ্নের কোনো সম্পর্ক আছে?
৩.আমার জন্য বিয়ের কোনো প্রস্তাব আসে না। দুইবছর আগে মাত্র একটা প্রস্তাব এসেছিলো, এটাই প্রথম এটাই শেষ। এরপর আর আসেনি। আমরা প্রায় ২৫ টার মতো জায়গায় প্রস্তাব পাঠিয়েছি কিন্তু কেউ আগায় নি, এমনকি বেশিরভাগ পাত্রই বায়োডাটা দেখার সাথে সাথেই রিজেক্ট করে দেয়। আমার সবকিছুতে অনীহা লাগে, আলসেমি লাগে। ইবাদাতে মন বসে না। পড়াশোনা করতে চাই কিন্তু দিনের পর দিন চলে যায় অথচ পড়তে বসতেই পারিনা। প্রায় দিনই ঘুম থেকে উঠলে শরীর ব্যাথ্যা করে। ওয়াসওয়াসার সমস্যা প্রায় ৩/৪ বছর যাবত তবে এখন আগের চেয়ে কম। পরিচিত সবাইকেই পাত্র খুঁজার কথা বলা হয়েছে কিন্তু কোনো জায়গা থেকেই কোনো প্রস্তাব আসেনা এবং আমরা প্রস্তাব দিলে সেটাও আগায় না। নেশার মতো ফোন দেখি যদিও ফোন দেখতে আমার নিজেরই বিরক্ত লাগে। মাথায় সারাক্ষনই নানান চিন্তা ঘুরে। এসব থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে জানাবেন দয়া করে।
৪. স্বপ্নে আগে কখনো জিন দেখিনি তবে কয়েকদিন আগে প্রথমবারের মতো স্বপ্নে জিনের মতো কিছু একটা দেখেছি। এটা দেখে ভয় পেয়ে আমার ঘুম ভেঙে গেছে। এর ব্যাখ্যা কি হতে পারে বা আমার করণীয় কি?
৫.আরেকদিন নিজেকে স্বপ্নে অনেককিছু খেতে দেখেছি। এর কি কোনো ব্যাখ্যা আছে?