আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,,
আমার শ্বশুর শ্বাশুড়ি সেপারেট,যার কারনে আমার মাহরাম এবং তার ভাই নানাবাড়িতে বড় হয়।
দুজনের আলাদা সংসার,কিন্তু আমার শ্বশুরের আগে থেকেই খেলার নেশা ছিলো,ধীরে ধীরে উনি মদ বা গাঞ্জা পান এসবের জড়িত হোন। ফলে উনার ২য় স্ত্রীর সাথেও ডিভোর্স হয়। এখন তিনি বাড়িতে আমার শ্বশুরের বড় ভাইয়ের পরিবারের সাথে থাকেন,সেখানে আমরা কিছু খরচ দেই। উনি এখনো অস্বাভাবিক, সেই গ্রামে অনেক পুরুষ লোক আছেন নেশা করেন,সারাদিন আড্ডা,তাশ এসবের সাথে জড়িত,এই লোকদের সাথেই আমার শ্বশুর ঘোরাফেরা করেন।
আমরা বাইরে থাকি,এলাকায় মাঝে মাঝে যাওয়া হয়।
এখন উনি কয়েকদিন পর পরই আমাদের ফোন করে টাকা চান,আমরা মাঝে মাঝে দেই আবার দেইনা।কারন উনি টাকা হাতে পেলেই হয় তাশ খেলবে নয়তো নেশা করবে।(হয়ত সবসময় না)।
ওনাকে একবার ব্যবসার জন্য টাকা দেওয়া হয়েছিলো বেশ মোটা অংকের,কিন্তু টাকাগুলো সব নষ্ট করেছিলেন।
যখন টাকা দেই না তখন উনি মেসেজ করে, অভিসাপ দেন,অনেক রকম কথা বলেন।
যতই হোক বাবা তো!মায়া লাগে। মাঝে মাঝে উনার জন্য খারাপ লাগে,কিন্তু ভালো হওয়ার লক্ষনও দেখি না।
আমাদের মনে হয় আমরা ওনাকে কষ্ট দিচ্ছি না তো! হক নষ্ট করছি নাতো!
আমাদের এখন কি করা উচিত?