আসসালামু আলাইকুম।
১/ আমি কুশিকাটার ফেইসলেস পুতুল নিয়ে কিছু প্রশ্ন দেখলাম কোথাও সরাসরি জায়েজ হবে না বলা হয়েছে । আবার কোথাও জায়েজ বলা হয়েছে । উদাহরণস্বরূপ ifatwa এর দুইটা লিংক দিচ্ছি :
এখানে জায়েজ হবে না বলা হয়েছে https://ifatwa.info/113452/
এখানে জায়েজ বলা হয়েছে https://ifatwa.info/31500/
তাই যদি কেউ কুশিকাটার পুতুল বানায় , যেখানে গোল মুখের শেইপ থাকবে ,হাত পা সব থাকবে কিন্তু মুখ ,চোখ ,নাক থাকবে না তাহলে আসলেই উপরের জবাবগুলোর কোনটা মানবো ??
২/ অনেকসময় বইয়ের ডিজাইন করার জন্য কিছু হিজাব পড়া ছবি নেওয়া হয় এই লিংক এর মত https://drive.google.com/file/d/1isiWhOTOxHnmylGRqPg9r4VNrzD6m6PC/view?usp=sharing ... এই ছবিগুলো ব্যবহার নিয়েও দুইরকম উত্তর দেখলাম । আমরা যেহেতু সাধারণ মানুষ তাই এসব বুঝি না দুইরকম উত্তর । তাই ক্লিয়ার করে যদি বলতেন এইরকম ছবি দিয়ে কি ডিজাইন করা যাবে ???
৩/ অনেকে হিজাব ,জুয়েলারি এর বিজনেস করেন যারা মডেল হিসেবে মেয়েদের ছবি দেন না গুনাহের ভয়ে । তাই হিজাব ,জুয়েলারি কি ছোট ছেলে বেবী বা বড় ছেলেদের হিজাব পড়িয়ে ছবি তুলা যাবে ???
৪/ অনেক সময় আমরা ছেলে বাবুদের উড়না পড়িয়ে বউ সাজাই এটা কি ঠিক ???