আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।পর্দা ফরজ এটা নিয়ে কোন প্রকার সন্দেহ বা খারাপ চিন্তা নায় কারো।কিন্তু নেকাব না করলে গুণাহ কিনা এটা নিয়ে কারো যদি জানা না থাকে।মানে এটা জানে শুধু মুখ দেখা যেতে পারবে এটা জানে।নেকাব পরলে ভালো এটা জানে শুধু। ওয়াজিব বা না পরলে গুণাহ এটা জানে না।যদি এমন বলে ওরা কথা বলতেছে আন্দোলন করতেছে পাসপোর্টে বা nid তে ছবি না তুলার জন্য মুখ তহ সতর না কন্ঠ এনা সতর।এটাতে এনা গুণাহ হবে আরো।পর্দা নিয়ে কটুকথা বলার নিয়ত না এমনিতে ।মানে কারো মনে এমন চিন্তা আসার ফলে বলে ফেললে বা হেসেহেসে বললে কি কাফের হয়ে যাবে না জেনে? পর্দা নিয়ে কটুকথা কথার নিয়ত না থেকে এমনিতে।