আসসালামু আলাইকুম। একজন মেয়ে কম্পিউটারের কাজ শিখেছে। এখন সেই কাজের সার্টিফিকেট নেওয়ার জন্য সরকারি পরীক্ষায় যোগদান করতে হবে, সেক্ষেত্রে পাসপোর্ট সাইজ ছবি দেওয়া লাগবে।
১. কম্পিউটার টিচার নিশ্চিত করেছেন, পরীক্ষায় সময়ে মুখ খোলার প্রয়োজন নেই, নিকাব দিয়েও পরীক্ষা দেওয়া যাবে।
২. যিনি ফরম পূরন করবেন, উনি নিশ্চয়তা দিয়েছেন যে রেজিস্ট্রেশনের সময় উনি পর্দার খেলাফ করবেন না। আর উনি বাদে কেবল রেজিস্ট্রেশন কর্তৃপক্ষ যিনি সাইন করবেন, শুধু তিনিই ছবিটা দেখতে পারবেন।
মেয়েটি এখন কনফিউজড। ইস্তিখারা করেছে। তার মন টানছেনা ছবি জমা দেওয়ার বিষয়ে। এক্ষেত্রে, দয়া করে নির্দিষ্টভাবে কোনো সমাধান দিন। সে কি পরীক্ষা দিবে, নাকি দিবেনা?