السلام عليكم و رحمة الله و بركاته
সম্মানিত শাইখ, আমার হায়েয শেষে অর্থাৎ রক্ত বন্ধ হয়ে যাওয়ার পর হলুদ রঙের স্রাব দেখা যায় যেটা আমি হায়েয হিসেবেই গণ্য করি এবং সাদাস্রাব আসার অপেক্ষা করি । কিন্তু দেখা যায় যে হলুদ স্রাব এর পর সম্পূর্ণ সাদা স্রাবের পরিবর্তে এক ধরনের অফ হোওয়াইট জাতীয় স্রাব দেখা যায় যেটা পুরোপুরি সাদা রঙের না আবার হলুদও না ।
এখন এই স্রাব বের হলে আমি ফরজ গোসল দিতে পারবো কিনা সেটা নিয়ে আমি খুব দ্বিধায় থাকি আর দেখা যায় যে অনেক ওয়াক্ত সলাত এতে ছুটে যায় ।
আমার প্রশ্ন হলো এই অফ হোয়াইট স্রাব পবিত্রতার চিহ্ন হিসেবে বিবেচিত হবে কিনা আর এই স্রাব বের হওয়ার পরেও পূর্ণ সাদা স্রাবের অপেক্ষায় যে সালাতগুলো ছুটে গিয়েছে সেগুলোর কি কাযা আদায় করতে হবে ?? অনুগ্রহপূর্বক জানাবেন শাইখ।
جزاك الله خيرا