আসসালামু আলাইকুম হুজুর
হুজুর খুব টেনশনে আছি। আমাদের বৈবাহিক সম্পর্ক নিয়ে। আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা তুলে ধরলাম। আগেই বলে রাখি আমার স্বামীর প্রায় চার বছর যাবত তালাক এর ওয়াসওয়াসায় ভুগতিছে এবং এখনো । ওয়াসওয়াসা আমার স্বামীর আমার না দয়াকরে আমাকে আপনাদের সু পরামর্শ দিয়ে সাহায্য করবেন।কারন আমি এখন কি করবো কিছু বুঝতে পারতিছি না। আমাদের বৈবাহিক সম্পর্ক ঠিক আছে কিনা আমি নিশ্চিন্তে সংসার করতে পারবো কিনা দয়াকরে জানাবেন।
হুজুর আবারো বলতিছি আমি ওয়াসওয়াসা আক্রান্ত না। আমাদের বৈবাহিক সম্পর্ক হালাল আছে কিনা দয়াকরে জানাবেন।। আর এই প্রশ্নটা লিখতে আমার
স্বামী সাহায্য করছে। আপনি ওয়াসওয়াসা রুগীর ফতোয়া না দিয়েন সমস্যা নাই কিন্তু আমাকে শুধু বলেন আমাদের বৈবাহিক সম্পর্ক ঠিক আছে কিনা। ঐসব পতিত হবে কিনা।
প্রথমে আমার স্বামীর হালত সম্পর্কে কিছু বলে রাখি। আমার স্বামীর আমাদের বিয়ের কয়েকদিন পর থেকেই তালাক এর ওয়াসওয়াসায় আক্রান্ত হয় আর প্রায় চার বছর হয়ে যাচ্ছে এখনো উনি ওয়াসওয়াসায় আক্রান্ত হয়ে আছে। কখনো কখনো কিছু সময় ভালো থাকে কিন্তু কয়েকদিন পর আবার সমস্যার কারনে শান্তি পায় না। কখনো ইদুর খাওয়া জিলাপি ফেলে দিয়ে পরে আবার ঐ জিলাপি কুড়িয়ে এনে খাইছিলো এটার পর কেনায়া নিয়ে যখন জানতে পারে তখন থেকে এমনি কথা বলতে গেলেও মনের ভিতর নিয়ত চলে আসে তার ইচ্ছার বিরুদ্ধে। আর এই প্রায় চার বছরে অনেক ঘটনাই ঘটছে উনার সাথে। এমনো সময় গেছে ভয়ে মুখ খুলতে পারতো না। মিসওয়াক করতে গেলেও ভয় লাগতো। ভাত খাওয়ার পর প্লেটে যে ঝোল লেগে থাকতো মনে হতো ঐখানে খারাপ কিছু লিখে ফেলবে এরকম হতো উনার সাথে। আরো অনেক কিছু ঘটছে কতগুলো লিখবো বলেন। এখন আগের মতো লাগে না কিন্তু এখন নতুন ধরনের সমস্যা হয় উনার আরকি একেক সময় একেক রোকম সমস্যা তৈরি হয়। বর্তমানে কোন সংখ্যা বলতে বা লিখতে গেলে মনের ভিতর ঐসব চলে আসে বিশেষ করে ৩ সংখ্যা টা লিখতে বা বলতে গেলে বেশি সমস্যা হয়। রাস্তায় চলাচলের সময় হঠাৎ হঠাৎ করে মনের ভিতর বিভিন্ন ধরনের শর্ত চলে আসে এককথায় কিছু দেখলে ঐটা নিয়ে মনে শর্ত চলে আসে। বলে রাখা ভালো আমার স্বামী বর্তমানে একজন নূরানী মাদ্রাসার
শিক্ষক। উনাকে দেখলে মনে হবে না যে উনি এরকম সমস্যায় পড়ে আছে। ছাএদের সাথে হাসি ঠাট্টা ছাএদের পড়ানো চলাফেরা সবি ঠিক আছে কিন্তু উনার ভিতরে উনি অনেক সমস্যা নিয়ে পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে চলাফেরা করে।ছাএদের যখন পড়ায় তখনো অনেক সমস্যায় পড়ে যেমন অংক শেখানোর সময় সংখ্যা লিখতে বা বলতে গেলেও ঐসব মনের ভিতর চলে আসে।
আজকে আপনাদের ওয়েবসাইট ঘাটতে ঘাটতে আমার স্বামী প্রায় চার বছর আগে করা পোস্টটি পেয়েছে সেখান ঘটনাগুোলো দেখে আসার অনুরোধ রইলো
লিংক:
https://ifatwa.info/52445/
গত দুইদিন আগে একজন সাইকোলজিস্ট ডাক্তার এর কাছে গেছিলাম তো উনি বলছে এটা নাকি রোগ (ওসিডি) কিছু ঔষধ খেতে দিছে আর কিছু পরীক্ষা করতে দিছে।
এখানে বলে রাখা ভালো ডাক্তারের কাছ থেকে আসার পর উনার মনে হচ্ছিল। উনার মনেহয় ওয়াসওয়াসা নাই। আগে যেসব ঘটনা ঘটতো দুইদিন থেকে ঐসব সমস্যা ঘটতিছে না আর ঘটলেও উনার মনেহচ্ছে এগুলো উনি নিজে নিজে করতিছে মনেহয় বা উনি শুধু বারবার বলতিছে আমার কি ওয়াসওয়াসা আছে। উনি নিজেও বুঝতে পারতিছে না।
কিছুদিন আগে ওয়াসওয়াসার কষ্টে রাগ করে মনের কষ্টে বলে ফেলে (আল্লাহর উপর আমার ভরসা নাই) তারপর কিছুক্ষন পর বলে (আল্লাহ উপরে বসে বসে তামাশা দেখতিছে আর শয়তান লাগায় দিছে)।এই কথার কারনে কি তার ইমান চলে যাবে
ঘটনা :১
প্রায় ৪বছর হয়েছে আমাদের বিয়ের তো বিয়ের ৪ বছরের মাঝে অনেক বার মনমালিন্য ও ঝগরা হয়েছিলো। তো এক বার ঝগড়ার সময় আমার সামী রাগের মাথায় আমাকে বলছিলো তোমাকে আমি এক তালাক দিলাম। আসলে উনি আমাকে অনেক ভালোবাসে কিন্তু মাঝে মধ্যে আমার কিছু আচরন উনাকে খারাপ লাগে তখন রাগারাগি করে আর আমার উপর উনার রাগ উঠলেই নাকি ঐসব মনের ভিতর চলে আসে। আর রাগ উঠলে নিজেকে সামলাতে পারে না
আরো অনেক বার রাগারাগি করে আমার স্বামী আমাকে অনেক কথা বলছে সেই ঝগরা গুলোতে কেনায়া শব্দও ছিলো কিন্তু উনিও জানে না নিয়ত করে বলছে কিনা উনি এসব রাগের মাথায় বলে। কিন্তু উনার ওয়াসওয়াসা থাকার কারনে উনার মনের ভিতর নিয়তের কথা চলে আসে সামান্য রাগারাগি হলেই উনার মনের ভিতর ঐসব চলে আসে।
ঘটনা :২
গত শুক্রবার আমি আমার নানির সঙ্গে আমার বাবার বাড়ি যাই। তো এখানে বলে রাখা ভালো আমি বাবার বাড়ি গেলে আমরা স্বামী আমাকে ছাড়া থাকতে পারে না। তো সেদিন আমি গেছি দেখে রাগারাগি করে। তারপর আবার আমাকে আনতে যায় তখন কিছু কথা কাটাকাটি হয় সেখানে। এবং এক পর্যায়ে আমি রাগ করে বলি ছাড়ে দিও। তো আমি এই কথা বলাতে তো তখন ঐসবের মজলিস হয়েছিলো তাই না। কিন্তু আমি ঐসব বলার পর আমার স্বামী কোন কেনায়া শব্দ বলছিলো কিনা আমারো মনে পড়তিছে না আমার স্বামীরো মনে পড়তিছে না। কিন্তু ঐ কথা কাটা
কাটির সময় আমার স্বামী রাগ করে বলছিলো (থাকো এখানে কতদিন থাকবা) এরকম কোন কথা বলছিলো কিন্তু এই কথা আমি যখন বলছি ছাড়ে দেও তার পরে বলছে না আগে বলছে ঠিক মনে পড়তিছে না। তারপর ঝগরা থামলে আমি আমার স্বামীর সাথে চলে আসি তো বাসায় আসার পর আবার আমার স্বামী আগের কথা বলতে শুরু করলো এবং কথা বলতে বলতে উনি আবার রেগে গেলো আর তার কিছুক্ষন পর বলতে লাগলো এর আগে যে এক তালাক দিছি আবার আমি তোমাকে তালাক দিবো তালাক দিবো বলতে বলতে হঠাৎ করে বলে যে তোমাকে আরো এক তালাক দিলাম
এসব বলার পর অনেক কথা বলে কিন্তু ওগুলো কেনায়া শব্দ কিনা মনে পড়তিছে না অনেক কিছু বলে এবং কিছুক্ষন পর বলে তোমাকে ফিরিয়ে নিলাম। মূলত আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে কিন্তু রাগ উঠলে ঐসব তার মাথায় চলে আসে মূলত উনি আমাকে ছাড়তে চায় না।
।এরকম হুজুর সামান্য বিষয় নিয়ে রাগারাগি হলেও ঐসব বলে ফেলে। এখন আমার কি করা উচিত। এইসব ঘটার পর উনি অনেক ভেংগে পরছে খুব ভয় পাচ্ছে। আসলে উনি আমাকে ছাড়তে চায় না উনি আমাকে অনেক ভালোবাসে।মাঝে মাঝে বলতিছে দরকার হলে অন্য খানে বিয়ে দিয়ে আবার ফিরিয়ে নিবো। অথচ উনি দুইবারি ঐসব বলছে।আর আমার জানামতে দুইবারের পরও সংসার করা যায়। কিন্তু আমি জানতে চাচ্ছি আমার স্বামীর তো ওয়াসওয়াসা আছে তাহলে উনার ঐসব বলাতে কি পতিত হবে। নাকি হবে না।
আপনাদের ফতোয়া দেখে জানছি ওয়াসওয়াসা আক্রান্ত ব্যক্তি দিলেও পতিত হয় না এই ফতোয়া কি আমার স্বামীর জন্যও প্রযোয্য।