আসসালামু আলাইকুম।
আমি সপ্তাহে ৩ দিন ঢাকায় থাকি অফিস করার জন্য। প্রতি মঙলবার সকালে গ্রাম থেকে সরাসরি অফিসে আসি, গ্রাম থেকে অফিসের দূরত্ব ৮০ কিলোমিটার। জ্যাম এড়ানোর জন্য কিছু রাস্তা ঘুরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে অফিসে আসি, এটা সহ ৮০ কিলোমিটার হয়।
তারপর অফিসে শেষে বসুন্ধরা আসা যাওয়া করে অফিস করি, বৃহস্পতিবার অফিসে শেষে আবার গ্রামে চলে যাই। আমার গ্রাম থেকে বসুন্ধরা দূরত্ব ৬৫ কিলোমিটার এবং অফিস থেকে দূরত্ব ১৫ কিলোমিটার।
প্রশ্ন হলো, অফিসে ও বসুন্ধরা থাকা অবস্থায় নামাজ কসর করতে হবে কিনা বা এই দুই স্থানে পুরো নামাজ আদায় করব কিনা বিস্তারিত জানতে চাই।