আসসালামু আলাইকুম। আমি একটি সিরাতের কিতাব পড়তে গিয়ে পেয়েছি সূরা আহজাব আয়াত ৩৭, সূরা আবাসা আয়াত ১-১০ ও সূরা নিসা আয়াত ১০৫-১০৭ এই আয়াতগুলোতে নিবিজির প্রতি কুরআনে সতর্কবাণী দিয়েছেন আল্লাহ। এটা কি সত্য? আর সূরা আহজাবের আয়াত ৩৭ কেনো নাযিল হয়েছিল?
কিতাব- মাআল মুস্তফা (সাঃ) লেখক- ড. সালমান আল আওদাহ, অনুবাদ- ফারুক আযম। সপ্তম সংস্করণ।