আসসালামু আ'লাইকুম
আমি দেশের বাইরে থাকি।আমার ১বছর যাবৎ একজন মেয়ের সাথে সম্পর্ক আছে এখন আমরা চাইছি বিয়ে করে হালাল হয়ে থাকতে।এখন আমার হবু শ্বশুর-শ্বাশুড়ি এই বিয়েতে মতামত দিয়েছে কিন্তু তারা বলছে যে দেশে এসে একবারে বিয়ে করতে সকল আত্নীয় নিয়ে।কিন্তু আমার দেশে আসা আপাতত অনিশ্চিত। তাই আমি এবং আমার হবু বউ চাচ্ছি যে ফোনের মাধ্যমে বিয়ে করে নিজেরা হালাল হয়ে থাকতে যেহেতু বিবাহবহির্ভূত সম্পর্কে কথা বলা,ভিডিও কলে দেখা হারাম তাই।এখন আমরা যদি অভিভাবক ছাড়া নিজেরা ইমাম নিয়ে মোবাইলের মাধ্যমে বিয়ে করি তাহলে কি জায়েজ হবে?