কাউকে কিছু একটা দিয়েছি প্রয়োজনে ( ফেরত নিয়ে নেয়ার নিয়তে) কিন্তু তিনি সেটা ফেরত দেননি হয়তো প্রয়োজন তাই ব্যবহারের জন্য রেখে দিয়েছেন । পরবর্তীতে উনার সাথে দেখা হলে উনি বলেন যে দিব মনে করেছিলাম কিন্তু ভুলে গিয়েছি / কোনো কারণে দেয়া হয়নি, তখন আমি লজ্জায় পড়ে বলে ফেলেছি থাক দিতে হবে না রেখে দেন। কিন্তু আমার জিনিসটা দেয়ার নিয়ত ছিল না, ফেরত নেয়ার জন্য গিয়েছিলাম। এখন জিনিসটা আমার যদি প্রয়োজন হয় / প্রয়োজন নাও হয়,, সেটা কি আমি যাকে দিয়েছি তার কাছ থেকে ফেরত নিতে পারবো? নাকি গুনাহ হবে?