১.ইস্তেহাযার রক্ত সহ যেকোনো রক্তই নাপাক।
২. এই ভয়ে প্যাড বা টিস্যু পড়ে নামাজ পড়া যাবে।
তবে আপনি মা'যুর না হলে প্যাড বা টিস্যুতে নাপাকি আসলে আপনার অযু ভেঙ্গে যাবে।
এটি নামাজের মধ্যে হলে সেক্ষেত্রে উক্ত নামাজ পুনরায় আদায় করতে হবে।
অথবা যেই রুকনে ব্লাড এসেছে,অযু করে এসে সেই রুকন হতে পুনরায় নামাজ আদায় করতে হবে।
আর যদি আপনি মা'যুর হোন,সেক্ষেত্রে প্রশ্নে উল্লেখিত ছুরতে প্যাড বা টিস্যুতে নাপাকি আসলেও আপনার অযু ভেঙ্গে যাবেনা।
বিস্তারিত জানুনঃ-
এক্ষেত্রে তো ফরজ গোসল আবশ্যক হয়না।
৪. আপনি যদি মা'যুর হোন,সেক্ষেত্রে ইস্তেহাযার ব্লাড যদি কাপড়ে লাগে সেই কাপড়ে নামাজ পড়া যাবে।
আর যদি আপনি যদি মা'যুর না হোন,সেক্ষেত্রে ইস্তেহাযার ব্লাড যদি কাপড়ে লাগে সেই কাপড়ে নামাজ পড়া যাবেনা।