কক্সবাজারে ঘুরতে গিয়েছি। সী বিচে ঘোড়ার একটা রাইড নিব। আমি আর ওয়াইফ ছিলাম। দাম করলাম ২০০ টাকা চাইল। আমি ১৫০ টাকা বললাম। তারপর এটা নিয়ে অনেকক্ষণ বার্গেনিং করলাম। কিন্তু ভাড়া কত নির্ধারিত হল তা স্পষ্ট হল না। আমার ধারণা হল ১৫০ তেই রাজি হয়েছে। আমার ওয়াইফ বলল সে একা উঠবে। একাই রাইড নিবে। আমার বাজেট ২০০ ই ছিল।
কিন্তু তখন ঘোড়ার মালিক আমাকে ডাক দিয়ে ঘোড়ায় উঠতে বলল। আমি উঠলাম। তারপর বললাম ওয়াইফ কে তুলতে। আমি ঠিকমত বসতে পারছিলাম দেখে, মালিক বলল যে ওয়াইফ কে বসানো যাবেনা। আমাকে একটু ঘুরিয়ে আবার ওয়াইফ কে আলাদা ঘুরাবে। আমি ভাবলাম এক রাইড ই, হয়ত আলাদা আলাদা করে ঘুরাবে।
কিন্তু আমার রাইড শেষ হবার পর, ওই মালিক আমার ওয়াইফ কে ও আমার সাথে তোলে। তারপর আমি আর আমার ওয়াইফ একটা রাইড নেয়। তারপর আমি ঘোড়া থেকে নেমে যাবার পর আমার ওয়াইফ কে আবার একা রাইড করায়।
শেষে গিয়ে ওই মালিক আমার কাছে ৮০০ টাকা দাবি করে। ৩ রাইডের জন্য। আমার আর ওয়াইফের সিংগেল রাইড ২০০ করে ৪০০ আর আমি আর আমার ওয়াইফ এর একসাথে রাইড ৪০০।
আমি তো অবাক। শুরুতে আমি চাইলাম, একটা রাইড তাও আমার ওয়াইফের। ভাড়া দিতাম ১৫০। সেটা ঠিক হবার পর মালিক আমার কাছে কোন কিছু ক্লিয়ার না করেই ৩ টা রাইড নেয়াল। সে তো বলেও নি এর জন্য অতিরিক্ত টাকা দিতে হবে।
আবার আমার ওয়াইফ কে প্রথমে আমার সাথে উঠাল না। বলল আমার ওয়াইফ বসতে পারবেনা। কারণ আমিই ঠিকমত বসতে পারছিলাম না। পরে আমার রাইড শেষ হলে ঠিকই আমার ওয়াইফ কে বসাল। এ কাজ টা তো সে শুরুতেই করতে পারত। তাহলে আমি ৩ রাইড নিতাম না। তাছাড়া আমার যতটুকু মনে পড়ে আমি ১৫০ টাকার কথা বলেছিলাম। ২ জন উঠায় নাহয় ২০০ ই দিতাম।
এখন শেষ মেষ রাইড শেষ করে আমি বলেছি আমি ৫০০ টাকার বেশি দিতে পারব না। একচুয়ালি সে ২০০ এর বেশি পায়ই না। কারণ সে ২০০ টাকা চাওয়ার সময় এক ঘোড়ায় কয়জন উঠব তা বলে দেয়নি। বা এটাও বলেনি একজন উঠলে ২০০, ২ জন উঠলে ৪০০। সে শুধু রাইড এর কথা বলেছে। আর দামাদামির সময় আমরা ২ জন ছিলাম। আবার একসাথে রাইড দিতে চেয়েছিলাম।
কিন্তু সে প্রতারণা করল, রাইড বাড়িয়ে দিল।
আবার আমরা যে খুব বেশি দূর গিয়েছি তাও না। সব মিলিয়ে ১০ মিনিটের মত ছিলাম। খুব বেশি দূর যাইনি। ৫০ মিটার হবে হয়ত।
পরে বাক বিতন্ডা করে আমি বলেছি আমি ৫০০ এর বেশি এক টাকাও দিব না। তখন ছেলেটা বলে আপনি ৩ রাইড ৬০০ টাকা দেন। পরে আমি ৫০০ টাকাই ধরিয়ে দিই জোর করে। তারপর চলে আসি।
আমার যতটুকু মনে পড়ে আমি ১৫০ বলেছিলাম। ২০০ তে রাজি হইনি। এ বিষয়টা অস্পষ্ট। কারণ, আমার ঠিকমত মনে পড়ছেনা আমি ২০০ তে রাজি হয়েছিলাম কিনা। আবার ঘোড়ার মালিক ও ঘোড়ায় তোলার জন্য জোরাজুরি করছিল। তাই ৩ রাইড ৪৫০ আসে। সাথে ৫০ টাকা এক্সট্রা।
বুঝতে পারলাম না আমি ঠিক করলাম না ভুল করলাম।
ওদিকে আমার ওয়াইফ বলতেসে, সেই নাকি প্রথমে ঘোড়ায় আমার সাথে বসতে চায়নাই। ভয় লাগে দেখে। ঘোড়াম মালিক নাকি বলেছিল দুইজন বসতে পারবে। আবার ১৫০ টাকায় ও রাজি হয়নাই।
তবে, আমার, আমার ওয়াইফ অনুযায়ী নিচের বিষয়গুলোতে নিচের বিষয়গুলো নিশ্চিত:
আমার ওয়াইফ একা রাইড নিতে চেয়েছিল। কিন্তু ঘোড়ার মালিক আমাকে প্রথমে উঠায়। তার পীড়াপীড়ি তে আমি উঠি। অথচ আমার উঠার কথাই ছিল না। পরে আমরা ২ জন উঠি আর পরে আমি ঘোড়া থেক্র নেমে যাই,, ওয়াইফ থাকে। আর বাকি বিষয়গুলো অস্পষ্ট। আমার মনে হচ্ছে একরকম, আমার ওয়াইফ বলছে আরেক রকম।
ঘোড়ার মালিক এক প্রকার বাধ্য হয়েই ৫০০ টাকা নিয়ে চলে গেছে। শেষ মেষ ৬০০ চেয়েছিল। আর আমাদের এক রাইড ই নেয়ার কথা হয়েছিল শুরুতে, যেটা আমার ওয়াইফ নিবে। তার মূল্য ২০০। আমি কি তার হক নস্ট করলাম।