আসসালামু আলাইকুম হুজুর, আপনি এর আগে উত্তর দিয়েছিলেন আমি বিষয়টা ভালোভাবে বুঝিনি।
কেনায়া বাক্যের তালাক - https://ifatwa.info/125443
সেখানের উত্তরের প্রেক্ষিতে এই প্রশ্নটা করছি।
স্বামীতে আজীবনের জন্য তালাক গ্রহণের অনুমতি দিয়েছে।তাহলেও কি এই বাক্যে তালাক হবেনা? আর না হলে তাহলে " আমি এক তালাক গ্রহণ করলাম" বাক্য ব্যতিত আর কিভাবে স্ত্রী বললে তালাক কার্যকর হবে?
স্বামী কোনো ধরনের দ্বায়িত্ব নিচ্ছেনা আর নিবেওনা তবে সে তালাকও দিবেনা,স্ত্রীকে বাপের বাড়ি রেখে দিসে।স্ত্রীর কোনো সমস্যা বা কিছুইনা।সমস্যা স্বামীরই তার বিয়ের ১ বছর পর মনে হয়েছে সে দ্বায়িত্ব পালন করার মতো যোগ্যতা রাখেনা, আল্লাহ নাকি তাকে এই তওফিক দেন নাই আরোও নানান ধরনের বাহানা দিয়ে সে স্ত্রীর কোনো দ্বায়িত্বই নিতে চাচ্ছেনা। স্ত্রী কে বলছে যে, তোমাকে অনুমতি দিলাম তুমি তালাক গ্রহণ করতে পারো যখন ইচ্ছা তখনই।আর সব হকের জন্য ক্ষমা চাচ্ছে।
স্ত্রীও স্বইচ্ছায় তালাক নিতে চাচ্ছেনা,এমতাবস্থায় স্ত্রীর করণীয় কি আসলে?