আসসালামু আলাইকুম।
স্বামী যদি স্ত্রীকে তালাক নেয়ার অনুমতি দেন আর স্ত্রীও যদি সম্পর্ক শেষ করার জন্য তালাকের নিয়্যাত করে বলে " আগামী ৭ দিন যদি স্বামী স্ত্রীর কারো দিক থেকে কোনোরকম যোগাযোগ বা কথা বার্তা না হয় তাহলে অটোমেটিক ১ তালাক হয়ে যাবে"
তাহলে কি এক তালাক হবে নাকি এখানে কথায় কোনো ভুল আছে?