আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। সমাজে মানুষ অনেক বেদআত ও শিরক করে।কেউ যদি ওসব বড় শিরককে/কুফুরি না জেনে বা ভুলে গিয়ে মানে ওটা বড় শিরক, ছোট শিরক ভেবে করে ফেলে এবং ঈমান ভাঙতে পারে সেটা মোটেও না জেনে করে ফেলে জানার পর তওবা করলে কি বিয়ে ও ঈমান ঠিক থাকবে?
২।অনেকগুলো শিরক একসাথে করে ফেললে একসাথে নামাজের পর তওবা করলে হবে?