ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!(
১)জ্বী এই পানি দিয়ে ওযু গোসল করা জায়েয হবে।
(২) জামাতে নামাজের সময় দুইবার "সুবহানা রাব্বিয়াল আ'লা" বলার পর ইমাম সাহেব তাকবির দিলে আপনি ভুল করে উঠে পড়েন।এতে আপনার নামাজ ভঙ্গ হবে না।
(৩) বাবার কাছ থেকে এভাবে মিথ্যা এভাবে আরেকটি নোট নেওয়া জায়েয হবে না। কেউ নিয়ে নিলে বাবার কাছ থেকে অনুমতি নিতে হবে।
(৪) এডমিশন পরীক্ষা দিয়ে পলিটেকনিকে পড়াশোনা করতে পারবেন। বাবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে।
(৫) ইমাম যদি নামাজে "সামি আল্লাহু লিমান হামিদাহ" বলার সময় "লিমান" এর জায়গায় "লেমান" বলে তবে নামাজ হয়ে যাবে।
(৬) সাময়িকভাবে কয়েল ব্যাবহার করা যাবে।
(৭) নামাজে ভুল করে প্রথম রাকাতে তাশাহুদ পড়া হলে পরবর্তীতে ভুল বুঝতে পেরে আল্লাহু আকবার না বলে উঠে দাড়াই এবং সাহু সিজদা দিয়ে নামাজ শেষ করা হয়, তাহলে নামাজ হবে।
(৮) আপনার নামাজ আদায় হয়েছে।
(৯)জ্বী জায়েয।
(১০) জায়েয হবে যদি ওয়াসা কম্পানির নিয়ম থাকে।
(১১) নামায হবে।