আসসালামু 'আলাইকুম উস্তাদ।
আশা করি সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন।
আমাদের প্রথম বাচ্চা হয় সিজারে, খুলনাতে সিটি মেডিকেল। ডাক্তার ম্যাডাম কে সেই শুরু থেকেই বলে আসছিলাম যে, আমারা নরমালেই চেষ্টা করবো ইনশাআল্লাহ।
মা, বাচ্চা সবাই সুস্থ থাকার পরও ওরা কিভাবে একটা ঝামেলা বাঁধিয়ে হঠাত করে বলেছিল যে সিজার করা লাগবে তাড়াতাড়ি, বাচ্চার হার্ট বিট পাওয়া যাচ্ছে না! প্রথম বাচ্চা; আবার মায়েরও সমস্যা ছিল। এজন্য আমরা ঘাবড়িয়ে গেছিলাম। কিছু না বুঝে তারা যা বলতেছিল সব শুনে মানতে ছিলাম, অল্প সময়ের মধ্যে ওটি তে নিয়ে গেছিল...।
যাই হোক, আল'হামদুলিল্লাহ। আল্লাহর ফয়সালায় আমরা খুশি আছি। আল'হামদুলিল্লাহ।
এখন ২য় বাচ্চার জন্য নরমাল চায়ই চায়। [ ২ জন এর মধ্যে গ্যাপ ২ বছর ৫ মাস+ এর মত হবে ]। আর বেশি দিন বাকিও নাই! এই নভেম্বরের শেষে ডেট দেওয়া আছে।
Q. কি আমল করলে উস্তাদ, আল্লাহ আমাদের এই মনের আশা পুরুন করবেন?
জাযাকুমুল্লাহু খাইরন।