আসসালামু 'আলাইকুম,
আমার মামাতো বোন একজন গায়িকা। তার স্বামী ও এগুলোর সাথে জড়িত, পাশাপাশি আরও কিছু উৎস আছে কিনা আমার জানা নেই। তারা আমাকে ঈদে বা বিভিন্ন সময় টাকা হাদিয়া হিসেবে দেয় যদিও ওগুলো আমি নিজে কাজে ব্যবহার করি না।আমি জানতে চাই যে, হারাম টাকা যদি হাদিয়া হিসেবে পাই তাহলে কি ঐ টাকা নিজের জন্য ব্যবহার না করে, ঐ টাকা স্বামী কে বা মা কে বা বাবা কে হাদিয়া দেয়া যাবে সওয়াব এর নিয়াত ছাড়া? বা ঐ টাকা টাই যদি তাদের কাউকে হাদিয়া হিসেবে দেই? শারীয়হ ভিত্তিক উত্তর জানতে চাই।