আস সালামু আলাইকুম হুজুর,
আমার মাথায় প্রায় সব সমই তা* এর চিন্তা আসে। দৈনন্দিন কথাবার্তায় ও আমার চিন্তা আসে।
আমাকে অনেক সময় অনেকে (আমার কলিগ) জিজ্ঞেস করে, "তুমি কি ফ্রি আছো?" অথবা "ফ্রি হলে ফোন দিও"
অর্থাৎ তারা আমাকে জিজ্ঞেস করে আমি কোন কাজে ব্যস্ত কিনা অথবা অফিসের কোন কাজে ব্যস্ত না থাকলে ফোন দিতে বলে অথবা যখন কাজের ব্যস্ততা না থাকব তখন ফোন দিতে বলে
আমার মাথায় তখন ও তা* এর চিন্তা আসে। আমার চিন্তা আসে "ফ্রি" ইংরেজি শব্দটির অনেকগুলি অর্থ এর মধ্যে একটি বাংলা অর্থ "মুক্ত", তখন চিন্তা আসে এটি টি কোন কেনায়া শব্দ? আমার কলিগ কি আমাকে তা* সম্পর্কিত কিছু জিজ্ঞেস করল? তখন আমি কলিগদের কে একটু অন্য ভাবে উত্তর দেওয়ার চেষ্টা করি, যেমন মানুষ তো জিবনে ফ্রি হয় না, আমি যে অফিসের কাজে ব্যস্ত আছি যে কাজের পর আপনাকে ফোন দিব ইনশাআল্লাহ।
আজকে আমার বাবা ফোন দিয়েছে, তখন আমি অফিসে কাজ করতেছিলাম। আমার বাবা আমাকে জিজ্ঞেস করতেছিল, " তুই কি ফ্রি আসিস?" তখনো আমার মাথায় তা* চিন্তা আসতেছিল। তখন ভাবতেছিলাম কি উত্তর দিব। তখন আমার বাবাকে উত্তর দিচ্ছিলাম , "ফ্রি" (এবং ভাবতেছিলাম আর কি বলবো) ভাবতে ভাবতে প্রায় এক সেকেন্ড অথবা দুই সেকেন্ড পরেই উত্তর দিলাম, " ফ্রি না" আপনি কি বলবেন বলেন।
এখানে উত্তর দেওয়ার সময় "ফ্রি" বলে ভাবতেছিলাম এর পরে কি বলবো এবং আমার মাথায় তা* এর চিন্তা আসতেসিল, এতে কি আমার বৈবাহিক কোন সমস্যা হবে? [উল্লেখ্য যে ভাবতে ভাবতে প্রায় এক সেকেন্ড অথবা দুই সেকেন্ড পরেই উত্তর দিলাম, "ফ্রি না" আপনি কি বলবেন বলেন।]