আসসালামু আলাইকুম একটা সমাধান জানার ছিল।
আমার রুমে আমরা ৪ জন থাকি ( আমি নওমুসলিম, একজন হিন্দু আর দুইজন মুসলিম) আমার পাশে হিন্দু রুমমেট ওর টেবিলে মূর্তি + মানুষের ছবি, ওর টিশার্ট পরে রুমে সেটাতেও মানুষ বা পশুর ছবি আছে। যখন নামাজ পরি তখন টেবিলের পিছন দিকটা আমাদের ডানদিকে থাকে মানে সরাসরি সামনে পড়ছে না, আমাদের সকলের বইয়েও মানুষের ছবি আছে। ( আমার রুমমেটদের বলছি যে যেহেতু হিন্দু রুমমেট আমার সাথে কথা বলে না(যেহেতু আমি নওমুসলিম) তোরা একটু বলিস যেন ও ছবি ড্রয়ারে রাখে, ওরা বলতে আগ্রহী না বা বলতে চাচ্ছে না যেহেতু আমার পাশে আমার সমস্যা হবে তাই আমিই যেন বলি, ) কিন্এতু ও আমার সাথে কথা বলে না কিছু বলতে গেলে ইগনোর করতে চায়
ক্ষেত্রে সমস্যা হলো
১) নামাজ হবে কি?
২) ফেরেস্তা প্রবেশ করবে না তবে মূর্তি ছাড়াও আরও অনেক কিছু আছে যেগুলো থাকলে ফেরেস্তা আসবে না ওইগুলো নিয়ে তো কিছু বলা যাবে না বললে শুনবেও না বা বাড়াবাড়ি মনে করবে, ওইগুলা আমি নিয়ন্ত্রণও করতে পারব না। এই বিষয়গুলো তো আমার মুসলিম রুমমেট দিয়েই মানানো যাবে না সেখানে হিন্দু রুমমেটকে বলাটাও তো বৃথা
৩) আই ফাতওয়াতে দেখলাম একজনকে বলা হয়েছে যে অমুসলিমদের সাথে থাকা জায়েজ নাই। এখন আমার রুম পরিবর্তন সম্ভব না আর দাওয়াত দেওয়ার ও বিষয় আছে, আমি ওকে ইসলামের দাওয়াত দিতে চাই
( ও আমার সাথে কথা বলে না তাই সরাসরি দাওয়াত দেওয়া সম্ভব না, নিজের কাজের মাধ্যমে ইনডিরেক্টলি দাওয়াত দিতে হবে)
আমি কি করব বলুন