রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান আছে। "ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা'
এই গানটি আমার স্ত্রী হঠাৎ গেয়ে ফেলে। তার পরে তাকে জিগ্যেস করি তুমি কি জানো? ঠেকাই মাথা বলতে সিজদা বুঝায়, তখন সে বলে, হ্যা এমনটাই আন্তাজ করেছে। এবং বলার সময় ও এটা জানতো।তারপর জিগ্যেস করলাম জানো তো গেয়েছো কেনো। বললো এমনিই গেয়েছে। পরে বলে দেশের মাঠির কথাই তো বলেছে, মূর্তি বা পুজার কথা তো বলে নি। পরে যখন তাকে জিগ্যেস করি যে দেশের মাঠির কথাই তো বলেছে মূর্তির কথা বলেনি এটা দিয়ে কি বুঝাতে চাচ্ছো।এর জবাবে সে বলে এসব প্রশ্ন করো না এখন নামাজ পরবো। (জিগ্যেস করার সময় নামাজে ছিলো)
এরপর এই ঘটনা নিয়ে আর কথা হয়নি
এই বিস্তারিত ঘটনায় তার কি কুফর হয়েছে। সে কি কাফের হয়ে গেছে? এই মুহুর্তে করনীয় কি?