আসসালামু আলাইকুম।
আমার বোনের এর এক মেয়ে ৫ বছর বয়স, তার আকিকা করা হয় নি। ওর জামাই সৌদি প্রবাসি কিন্তু আকিকা এর ব্যাপারে উদাসিন। বোন জামাই এর মতে আকিকা লাগে না।
এখন আমার বোন চাচ্ছে, অর হাসবেন্ড কে না জানিয়ে আকিকা দিয়ে দিতে।
১। এটা কি জায়েজ হবে বা এতে কি গুনাহ হবে যদি ওর হাসবেন্ড কে না জানিয়ে ভাগ্নি এর আকিকা দিয়ে দেয়।
২। আর যদি আকিকা না দেয় তাহলে কি গুনা হবে?
৩। আমার বোন চাচ্ছে একটা খাসি এর টাকা একটা মাদ্রাসায় দিয়ে দিতে, মাদ্রাসা কতৃপক্ষ প্রয়োজনিয় ব্যাবস্থা নিবে মানে খাসি কিনে জবাই করে রান্না করে মাদ্রাসায় খাওয়ার ব্যাবস্থা করবে, যেহেতু আমার বোন এর বাসায় কোন পুরুষ মানুষ নাই।
এটা কি ঠিক আছে, দয়া করে প্রয়োজনীয় করনীয় জানাবেন।
জাজাকাল্লাহু খাইরান।