আসসালামু আলাইকুম
শুধুমাত্র দ্বীনের জন্য অনেক কিছু ছাড় দিয়ে বিয়ে করি। কিন্তু বিয়ের পর দেখি সে নামাজ আর রোজা ছাড়া তেমন কিছুতেই নেই। যেমন স্ত্রীর হক আদায়ে তার কোন গুরুত্ব নেই বললেই চলে। সে সারাদিন ফোন টিপে গেমস খেলে কত কান্নাকাটি করেছি কত বুঝিয়েছি যে একটু সময় দিন আমাকে। দিন শেষে একটু সময় চাই আপনার কাছে কিন্তু না সে আমাকে কোনভাবেই সময় দিতে ইচ্ছুক নয়।
তার মধ্যে রোমান্টিকতা কিছুই নেই না আবেগ অনুভূতি কিচ্ছু না। আমি বাবার বাড়ি আসলে ১৫ দিন হয়ে যায় সে বাসায় নেওয়ার কথা বলেনা। ইভেন তার সাথে থাকলে ১৫ দিন হয়ে গেলেও সে শারীরিক সম্পর্ক করেনা। যাতে আমার খুব কষ্ট হয়। তার সাথে থেকে হয়তো আমি নিজেই ফিতনায় জরিয়ে যাবো এমন মনে হয়।
এসব কারনে কি আমি তার থেকে তালাক নিতে পারবো?
আর তালাক হলে কতদিন ইদ্দত পালন করতে হবে?