আসসালামু আলাইকুম উস্তাদ।
১.আমার ডিভোর্স হওয়ার পরে দেনমোহরের দুই লাখ টাকা IFIC ব্যাংকে রাখা আছে। সেখান থেকে প্রতি মাসে লাখে ৮৫০ টাকা মুনাফা আসার কথা। আমি বলছিলাম যে সুদ গ্রহণ করবো না যার জন্য অল্প পরিমাণে মুনাফা আসছে সেটা কি হালাল হবে? আমার ফ্যামিলি আমার কোনো ভরণপোষণ দেই না যার জন্য ওই টাকা টা আমার অনেক জরুরী।
২. আমি যদি মেকআপ প্রোডাক্টস বিজনেস এ গায়রে মাহরাম কাস্টমার বা রাইডার এর সাথে ফোন কলে কথা না বলে ম্যাসাজে প্রয়োজনীয় কথা বলি তাহলে কি সেটা জায়েয হবে? আমার নিজের কোনো মাহরাম নেই বা মাহরাম আত্মীয় নাই যে আমার হয়ে কিছু করবে,, নিজের কাজ নিজের একা করা লাগবে। আর প্রোডাক্টস এর ভিডিও করে সেটাতে হালাল নাশিদ লাগিয়ে আপলোড করা কি জায়েজ হবে? সেটা থেকে আসা মনিটাইজেশন কি হালাল হবে?