আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
26 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (2 points)
السلام عليكم و رحمة الله و بركاته

উস্তাস,আমি  তো জানি আল্লাহরর কাছে  সবই চাওয়া যায়। আমি এমন কিছু যদি চাই যেখানে চাহিদা বেশি। আমি চাচ্ছি বেশি দোয়ায় কিন্তু মেন্টালিটি  রাখছি দুনিয়াতে বাস্তবতা অনুসারে শরীয়া গন্ডির ভিতরে  থেকে ছাড় দিবো তাহলে কি আল্লাহর কাছে বেশি বেশি চাহিদা সম্পন্ন জিনিস চাওয়ার কারণে ঐটা পাওয়া কঠিন হয়ে যাবে? একজন আজ  বললেন যে জীবন সঙ্গীর ক্ষেত্রে অনেক কিছু চাওয়ার কারণে বিয়েটা কঠিন হয়ে যায়। মানে  আমি আল্লাহর কাছে সবই চাচ্ছি কিন্তু আমি  এই মেন্টালিটিও রাখি দ্বীনদারিতা বাদে বাকি সব ছাড় দিবো। তাহলেও কি  বেশি চাওয়ার কারণে বিয়েটা কঠিন হয়ে যাবে?

1 Answer

0 votes
by (665,490 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

দোয়া কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হলোঃ- 

হালাল রিযিক ভক্ষন করা। হালাল টাকায় ক্রয়কৃত কাপড় পরিধান করা। 

বৈধ কোন কিছু আল্লাহর কাছে চাওয়া। আপনার জন্য কল্যাণকর বস্তু আল্লাহর কাছে চাওয়া, অকল্যাণকর বস্তু না চাওয়া।

দোয়ার ফলাফল প্রাপ্তিতে তাড়াহুড়া না করা। তাড়াহুড়া করা দোয়া কবুলের ক্ষেত্রে বড় বাধা। 

হাদিসে এসেছে, “তোমাদের কারো দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ পর্যন্ত না সে তাড়াহুড়া করে বলে যে: ‘আমি দোয়া করেছি; কিন্তু, আমার দোয়া কবুল হয়নি”[সহিহ বুখারী (৬৩৪০) ও সহিহ মুসলিম (২৭৩৫)]

দোয়াতে মনোযোগ থাকা জরুরী । দোয়াকালে দোয়াকারীর মনোযোগ থাকবে এবং যাঁর কাছে প্রার্থনা করা হচ্ছে তাঁর মহত্ত্ব ও বড়ত্ব অন্তরে জাগ্রত রাখবে। 

হাদীস শরীফে এসেছেঃ 

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُعَاوِيَةَ الْجُمَحِيُّ، - وَهُوَ رَجُلٌ صَالِحٌ حَدَّثَنَا صَالِحٌ الْمُرِّيُّ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " ادْعُوا اللَّهَ وَأَنْتُمْ مُوقِنُونَ بِالإِجَابَةِ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ لاَ يَسْتَجِيبُ دُعَاءً مِنْ قَلْبٍ غَافِلٍ لاَهٍ "

আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহ তা'আলার কাছে দুআ কর। তোমরা জেনে রাখ যে, আল্লাহ তা'আলা নিশ্চয় অমনোযোগী ও অসাড় মনের দুআ কবুল করেন না।
(তিরমিজি ৩৩৭৯)

আল্লাহ্র প্রতি ভাল ধারণা নিয়ে দোয়া করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “আল্লাহ তাআলা বলেন, ‘আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তেমন।”[সহিহ বুখারী (৭৪০৫) ও সহিহ মুসলিম (৪৬৭৫)] 

আবু হুরায়রা (রাঃ) এর হাদিসে এসেছে, “তোমরা দোয়া কবুল হওয়ার দৃঢ় বিশ্বাস (একীন) নিয়ে আল্লাহর কাছে দোয়া কর।”[সুনানে তিরমিযি, সহিহুল জামে গ্রন্থ (২৪৫)]

সুতরাং দুআ করার সময় যদি মনে হয় কবুল হবে না তবে সেটি আসলেই কবুল হবেনা।

আরো জানুনঃ- 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন, 
আল্লাহর কাছে বেশি বেশি চাহিদা সম্পন্ন জিনিস চাওয়ার কারণে ঐটা পাওয়া কঠিন হয়ে যায়না।
বস্তুটি বৈধ হলে ও আপনার জন্য তাহা কল্যাণকর হলে তাহা কবুল হবে,ইনশাআল্লাহ।

সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি যদি আল্লাহর কাছে সবই চান, কিন্তু আপনি  এই মেন্টালিটিও রাখেন যে দ্বীনদারিতা বাদে বাকি সব ছাড় দিবো। তাহলেও বেশি চাওয়ার কারণে বিয়েটা কঠিন হয়ে যাবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...