(০১)
হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন,
تفكَّروا في كلِّ شيءٍ , ولا تتفكَّروا في اللهِ
তোমরা সব কিছু নিয়ে গবেষণা কর। কিন্তু আল্লাহর সত্ত্বা নিয়ে গবেষণা করো না।
ইমাম যুরকানী রহঃ বলেন, হাদীসটি হাসান লিগাইরিহী। [মুখতাসারুল মাকাসিদ, বর্ণনা নং-৩১৮]
আল্লাহর আকার নিরাকার ইত্যাদি নিয়ে গবেষণা করা নিষেধ। আল্লাহ তাআলা আছেন। তিনি সকল কিছুর স্রষ্টা। তার কাছেই আমাদের সকলের প্রত্যাবর্তন করতে হবে। তিনিই রিজিকের মালিক। ইত্যাদি আকীদা রাখা আবশ্যক।
কিন্তু তিনি দেখতে কেমন? তার আকৃতি কেমন? ইত্যাদি নিয়ে গবেষণা করা সম্পূর্ণরূপে নিষেধ। সালাফে সালেহীনগণ এসব বিষয়ে আলোচনা করাকে অপছন্দ করতেন। আমরাও এসব নিয়ে আলোচনা করাকে অপছন্দ করি।
তাই এ বিষয়ে কোন মন্তব্য করা থেকে বিরত থাকাই নিরাপদ বলে মনে করি।
বিস্তারিত জানুনঃ
,
(০২)
এটি গীবত নয়।
গীবত কাহাকে বলে,জানুনঃ
,
তবে এসব কথা বললে অমুসলিমরা কষ্ট পাবেন তাই তাহা না বলাই উচিত।
মুসলিম অমুসলিম এক রুমে থাকাকে কখনো শরীয়ত অনুমোদন দিতে পারে না।
এটা পুরোপুরি নাজায়েজ।
(০৩)
নামাজে দরুদ শরীফ পাঠ করা সুন্নাত,যদি কেহ দরুদ শরীফ না পড়ে,তাহলেও তার নামাজ হয়ে যাবে।
,
সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে নামাজের কোনো সমস্যা হবেনা।
নামাজ হয়ে গিয়েছে।
উক্ত নামাজ পুনরায় আদায় করতে হবেনা।
,
(০৪)
ওয়াসওয়াসা রোগের চিকিৎসা সম্পর্কে জানুনঃ
.
(০৫)
আপনি আগের তুলনায় নেক আমল,যিকির,কুরআন তিলাওয়াত বাড়িয়ে দিন।
,
অহেতুক কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা থেকে দূরে থাকুন।
,
ভয়ংকর স্বপ্ন দেখা সংক্রান্ত
বিস্তারিত জানুনঃ