আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। কেউ অজান্তে,না জেনে বিস্তারিত মানে কোন কোন কথা দ্বারা বা কি কি বিশ্বাস করলে ঈমান চলে যায় না জেনে বলে ও করে ফেলে।পরে জানার পর বার বার তওবা করে।যদি অনেক গুলো ঈমান ভন্গের কারন হয়ে থাকে তাহলে তার সবগুলোর জন্য আলাদা আলাদা তওবা না করে একেবারে সবগুলোর জন্য তওব বা মাফ চাইল কি হবে নাকি একটু পর পর একেকটা মনে পরার পর পর বার বার করতে হবে?তার ঈমান কি থাকবে অজান্তে বা না জেনে কুফরি বা ঈমান ভংগের মত কাজ করলে?? এসবের কারণে বার বার একটু পর পর তওবা করতে করতে হয়ত তার ওয়াসওয়াসার সমস্যা হতে পারে মারাত্মক।