হযরত মাফ করবেন এই প্রশ্ন টা আমি জিজ্ঞাসা করতাম না কিন্তু মনের ভিতর এতটা চিন্তা, ভাবলাম একজন মুফতি সাহেব বললে মনকে বুঝাতে পারব,
কত দিন আগের কথা মনে নাই
আমি আমার বিবি একদিন metro থেকে যাওয়ার সময় কি এক বিষয় নিয়ে দুস্টামি করে বলতে ছিলাম যাও দেখি কে নেই, বা যাও ছাড়লাম দেখি কে নেয় ওই সময় হাত ছাড়ার ব্যাপার টাই প্রাধান্য ছিল,, আর এইটা বলে আমি হাত আরও শক্ত করে ধরে ছিলাম,,
বার বার দুস্টামি করে বলতে ছিলাম যাও কে নেই বা ছাড়লাম দেখি কে নেই আর হাত শক্ত করে ধরেছিলাম,, (মুলত হাত ছাড়ার কথা বুঝাচ্ছিলাম)
কিন্তু এই সময় মাথায় চিন্তা আসে যে সম্পর্ক থেকে ছাড়লাম,, কিন্তু আমি মুখে এইসব বলি না,, এখন মনে হচ্ছে আমি ছাড়লাম বলতে ছিলাম তখন ও এই চিন্তা মাথায় আসতে ছিল,, (যদিও আমি clear না)
যাই হোক এখন মাথায় আসতিছে যে আমি মনে এই চিন্তা করে ছাড়লাম বলেছি মানে আসলেই সম্পর্ক ছাড়ার কথা একবার ভেবেছি,, কিন্তু আমার তো তালাকের নিয়ত ছিল না, কেউ আমাকে তখন জিজ্ঞাসা করলে আমি বলতামও আমার তালাকের নিয়ত নাই,,
আমি বুঝতেছিনা এই ক্ষেত্রে আমার জন্য কি হুকুম হবে??