আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
29 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)
আস্সালামুআালাইকুম হুজুর,

(নিচের বিষয়ক প্রশ্নগুলো একটু বুঝিও উত্তর দিবেন। অনেক পেরেশান হচ্ছি এই বিষয়ে)

যদি কোনো ছেলে কোনো মেয়েকে মোবাইল ফোনের মাধ্যমে বলে যে "মেয়েটি তাকে তাদের বিয়ের উকিল বানাতে রাজি কি না"। এই কথাটি যদি ছেলেটি ইংরেজিতে বলে যার ফলে মেয়েটি কথাটি বুঝতে পারে নি যে ছেলেটি কি বলছে সে এমনি " হুম বা হ্যা" বলে ( না বুঝেই) এই ক্ষেত্রে -

১)ছেলেটি কি তাদের বিয়ের উকিল হয়ে যাবে?

২) ছেলেটি যেকোনো সময় কি সাক্ষীদের উপস্থিতিতে কবুল বলে নিলে কি তারা স্বামী-স্ত্রী হয়ে যাবে?

৩) যেহেতু মেয়েটি বুঝেই নি যে ছেলেটি কি বলছে কিন্তু ছেলেটি হয়ত ভেবেছে যে মেয়েটি তার কথা বুঝেছে এক্ষেত্রে কি ছেলেটি তাদের বিয়ের উকিল হয়ে গেল?

৪) মেয়েটি কি এখন চাইলে অন্য কোথাও বিবাহ করতে পারবে? (যেহেতু উক্ত ঘটনায় মেয়েটি ছেলেটির কথাতে না বুঝেই হুম বলে দিয়েছিলো কিন্তু মেয়েটি চায় না উক্ত ছেলেটি তাদের বিয়ের উকিল হোক।)

৫) ছেলেটি যদি স্বাক্ষীর উপস্থিতিতে কবুল বলে নেয় তাহলে কি মেয়েটি সেই ছেলে ছাড়া অন্য কোথাও বিবাহ করলে তার কি জিনা এর গুনাহ হবে?

৬) উক্ত ঘটনায় মেয়েটি এখনো জানে না যে আসলে ছেলেটি কি বলেছিলো ইংরেজিতে। পরবর্তীতে মেয়েটি তাকে জিজ্ঞেস করেছিলো " যে সে কি বলেছিলো ইংরেজিতে"। ছেলেটি তখন বলেছিলো " তার খেয়াল নেই কি বলেছিলো" এখন মেয়েটির মনে সন্দেহ হচ্ছে যে " উক্ত বিয়ের উকিল বিষয়ক " কথা বলে থাকলে তো ছেলেটি যেকোনো সময় স্বাক্ষীর সামনে কবুল বললে তাদের বিয়ে হয়ে যাবে। এক্ষেত্রে কি মেয়েটি অন্য কোথাও বিয়ে করতে পারবে?

৭) যদি যেকেউ কোনো মেয়ের থেকে তার বিয়ের উকিল হওয়ার অনুমতি চায় (বাংলাতেই যদি বলে) আর মেয়েটি যদি কথা ভালোমতো না বুঝেই হুম/ হ্যা বলে তাহলেও কি সেই লোক মেয়েটির বিয়ের উকিল হয়ে যাবে?

1 Answer

0 votes
by (698,160 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সাবালক জ্ঞানসম্পন্ন নারী কোনো পুরুষকে বিয়ের উকিল নিযুক্ত করতে পারবে। নারী বুঝেশুনে যাকেই তার বিয়ের উকিল নিযুক্ত করবে, ঐ উকিল নারীকে যেকোনো জায়গায় বিয়ে দিতে পারবে। এমনকি নিজের সাথে বিয়ে দিতে পারবে। শরযী সাক্ষীর সামনে বিয়ের উকিল নিযুক্তির বিষয়টা উল্লেখ করে কবুল করে নিলেই বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে।  
لما في ردالمحتار مع الدر:
"قال ينعقد النكاح بالكتاب كما ينعقد بالخطاب. وصورته: أن يكتب إليها يخطبها فإذا بلغها الكتاب أحضرت الشهود وقرأته عليهم وقالت زوجت نفسي منه أو تقول إن فلانا كتب إلي يخطبني فاشهدوا أني زوجت نفسي منه...هذا أي إذا كان الكتاب بلفظ التزوج، أما إذا كان بلفظ الأمر كقوله زوجي نفسك مني لا يشترط إعلامها الشهود بما في الكتاب؛ لأنها تتولى طرفي العقد بحكم الوكالة."(كتاب النكاح،ج:3،ص:12،ط:سعيد)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2121


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মেয়ে যদি জেনেশুনে ও বুঝে উকিল নিযুক্ত না করে, তাহলে সেই উকিল নিযুক্তি গ্রহণযোগ্য হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...