আসসালামু আলাইকুম।
হুজুর বোধগম্যহীন লেখা সম্পর্কে তিনটি প্রশ্ন:
১/ কিছু লিখার পর, কি লেখা হলো সেটা লেখক নিজেই পড়তে পারে না বা স্পষ্ট কোনো কিছু বোঝা না গেলে সেটা কি বোধগম্যহীন লেখা বলা হয়?
২/ আঙ্গুলে পানি লাগিয়ে শুকনো দেওয়ালে বা কোথাও কিছু লেখা হলে সেটা কি বোধগম্যহীন লেখা বলা হবে?
৩/কোনো ব্যাক্তি যদি খাবার খাওয়ার পর প্লেটে আঙুল ঘুরিয়ে কিছু লেখে সেটাকে কি বোধগম্যহীন লেখা বলা হবে?