১. আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।মৃত ব্যক্তি মারা গেলে মৃত ব্যক্তির উদ্দ্যেশে খাবারের আয়োজন করে আত্মীয় স্বজন আর পরিচিতদের দাওয়াত দিলে কি দাওয়াত কবুল করা যাবে?
২. আসসালামু আলাইকুম।
আমি একজন মেয়ে, বয়স ২৫। জেনারেলে লেখাপড়া করছি, গ্রাজুয়েশন করছি। বর্তমানে আলিম কোর্স করতেছি , পাশাপাশি ২/১ টা টিউশন করছি। আমার বড় ভাই নেই, ছোট ভাইয়ের বয়স মাত্র ৬। বাবা মা ২ জনই অসুস্থ হয়ে গেছেন, বাবা বর্তমানে জব করেন যা দিয়ে আমাদের স্বচ্ছল ভাবে চলে যায়। আমার বাসা থেকে জবের জন্য অনেক প্রেশার এবং ননপ্রেক্টিসিং (মর্ডান মুসলিম) বিয়ের জন্য অনেক প্রেশার চলতেছে। বাসায় অনেক বুঝিয়েও কোনো কিছু মানাতে পারছি না। হয় এখন জব করতে হবে নাহয় উনাদের পছন্দে বিয়ে করতে হবে। বাসায় বসে বিজনেস করবো, টিউশন করবো এসব মানবে না। এমতাবস্থায় আমার জন্য কি জব করা জায়েজ হবে?
আমি যে বিষয়ে পড়ালেখা করছি ছোট থেকে গ্রেজুয়েশন করা পযন্ত অনেক টাকা আমার জন্য খরচ করা হয়েছে। ৩ বছর আগেই পড়ালেখা ছাড়তে চেয়েছিলাম, বাসা থেকে দেয় নি। এখন উনারা বলছেন আমার জন্য এতো টাকা পয়সা খরচ করেছেন তাই আমার এখন জব করে ফেমিলিকে সার্পোট করা দরকার। আমি যদি জব না করি, উনাদের কে আর্থিক ভাবে কোনো সার্পোট না করি তাহলে কি কোনো দাবী থাকবে আমার উপর?
জব না করার জন্য মর্ডান মুসলিম বিয়ে করা কতটুকু সঠিক হবে?
অথবা যদি জব করতেই হয়, তারজন্য যদি আর কখনো বিয়ে না করার সিদ্ধান্ত নি এটা কি গুনাহ হবে?
দুঃখিত পোস্ট হয়ে গেছে। পোস্ট যদি ডিলেট করে দেন অন্তত ফিডব্যাকে উত্তর গুলো জানাবেন।
৩. আসসালামু আলাইকুম আমার একটা প্রশ্ন ছিলো আমি মাজে মধ্যে সপ্ন দেখি আমার একটা বাচ্চা হয়েছে বিয়ের আগে বাচ্চা সপ্ন দেখা কি কেউ ব্যখা দিন এই টা কি বুঝাতে চেয়েছে?