১।আসসালামু আলাইকুম শায়েখ । কোন মানুষের মনে একটা বিষয় নিয়ে চিন্তা আসল সে আসলেই জানে না সে কুফরি জাতীয় কাজটা করেছে কিনা,চিন্তাও করেছিল কিনা, মনেও নায়।সে যদি ভয়ে তওব করে আর সেই কাজ করবে না তাহলে কি তার ঈমানের সমস্যা হবে?? এটা কি কুফরির মিথ্যা শিকারোক্তি হবে?আসলে ওয়াসওয়াসার কারণে হয়ত সে কিছু সময় পর পর তওবা করা হয় ভয়ে তাই সব বিষয়ে তওবা করা চলে আসে ভয়ে।
আর স্বাভাবিক মানুষ হলেও কি কোন সমস্যা হবে?
২।কোন স্বাভাবিক বা ওয়াসওয়াসা আক্রান্ত মানুষ যদি শুধু প্রশ্নের উত্তর জানার উদ্দেশ্য কোন কুফরি কথা নিজের দিকে ইন্গিত করে করে থাকে এই সাইটে ,সে যদি এমন করে না থাকে বা করেছে কিনা মনে না থাকে বা সন্দেহে থাকে শুধু জানার জন্য উত্তর জিজ্ঞেস করে তাহলে কি তার ঈমান চলে যাবে?