১/ সাধারণত যারা জাদু করে থাকে কুফরি কালামের মাধ্যমে। এক্ষেত্রে জাদুকর কি কাফের হবে?
২/ কোন মুসলমান জাদুকরের কাছে গেলো এটা না জেনে যে জাদুকর কুফরি কালামের মাধ্যমে কাজ করে। এক্ষেত্রে যে লোক জাদুকরের কাছে গেলো তার বিধান কি হবে? (উদ্দেশ্য কোন জ্বিন জাদু আক্রান্ত থেকে বাচার জন্য, যারা না বুঝে যায়)
৩/ কেউ কারো ক্ষতির উদ্দেশ্য জাদুকর এর কাছে যায়। এক্ষেত্রে সে জানে না জাদুকর কুফরি কালামের আশ্রয় নেই। সে ক্ষেত্রে। যে লোক গেলো তার বিধান কি হবে?
৪/ যে লোক জানে জাদুকর কুফরি কালামের আশ্রয় নেয় এবং জেনে তার কাছে কাজ করানোর জন্য যায়। জিন যাদু থেকে বাচতে কিংবা কারো ক্ষতি করানোর জন্য। এক্ষেত্রে তার বিধান কি হবে?