আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ্।
১.জমহুর উলামায়ে কেরাম বলতে কাদেরকে বুঝায়?
উনারা কি হক্বপন্থী? উনাদেরকে অনুসরণ করা যাবে? উনাদের দৃষ্টিভঙ্গি বা ঈমান- আকিদা-মাযহাব সম্পর্কে জানতে চাই।
২. একটা সরকারি অধিদপ্তর থেকে লোন দেয়।অন্যান্য লোনের ক্ষেত্রে যেমন ৮%/১০%/২৫% লাভ নেয়, এটাতে আবার তেমন না। ওনারা শুধু আসল টাকা থেকে ২% এক্সট্রা টাকা নেয়। যেটা কি না ওনাদের সার্ভিস চার্জ। মানে ওখানের লোকজন আমাদের যে সার্ভিস দেয়, সেটার টাকা রাখে শুধু। পরে মাসে মাসে কিস্তিতে টাকা পরিশোধ করতে হয়। এবং প্রতি মাসে কিস্তি দেওয়ার পরে যে টাকাটা কমে যাবে সেটার সার্ভিস চার্জ দিতে হবে না। এক মাসের কিস্তি দেওয়ার পরে যে টাকা বাকি থাকবে, পরের মাসে সেই টাকার সার্ভিস চার্জ দিতে হবে শুধু।
আমার প্রশ্ন হচ্ছে, এখন যেহেতু মানুষের কাছ থেকে ধার খুব একটা পাওয়া যায় না আর মানুষ দিতেও চায় না।
সেক্ষেত্রে উপরের এই সিস্টেমের লোন নেওয়া কি সুদের অন্তর্ভুক্ত হবে?
জাযাকুমুল্লাহ খইর।