আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
33 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (22 points)
আসসালামু আলাইকুম ,
হযরত নবীজির হিজরতের ঘটনায় আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর গারে সওর  এ গর্তের মধ্যে  আঙ্গুল প্রবেশ করান ঘটনা , যে বিষাক্ত কোন প্রাণী আছে কিনা চেক করার জন্য এই ঘটনা কি সহি?

আবু তাহের মিসবাহ হুজুরের বাইতুল্লার মুসাফির কিতাবের একান্ন পৃষ্ঠায় এক ফিলিস্তিনি শায়খের একটা ঘটনা উল্লেখ আছে সেখানে তার স্ত্রী ইসরাইলি সেনাদের অত্যাচার থেকে বাঁচার জন্য আত্মহত্যার পথ বেছে নেয় এই ক্ষেত্রে কি আত্মহত্যা করা জায়েজ আছে?
by (22 points)
আল বিদায়া ওয়ান নেহায়া কিতাবে দুটি ঘটনা এসেছে একটা হচ্ছে শুধুমাত্র ছিদ্রের গর্তের মুখে পা রেখে তা বন্ধ করা শুধুমাত্র আশঙ্কার জন্য এতোটুকুই বর্ণনাটা এসেছে এবং এটা আল বিদায়া ওয়ান নেহায়া কিতাবে এটা মোরসাল বর্ণনা ।আরেকটা ঘটনা এরপর এসেছে যেটা হচ্ছে পা দিয়ে গর্ত বন্ধ করার পর পা দিয়ে গর্ত বন্ধ করার পর বিষাক্ত প্রাণীর কামড় দেয়া এবং সেটাতে লেখা আছে এটা মুনকার পর্যায়ের। যেটা শুধুমাত্র মোরসাল অর্থাৎ শুধুমাত্র আশংকার জন্য গর্তের মুখ বন্ধ করা এতোটুকু ঘটনা সহি কিনা ? এতোটুকু ঘটনা হায়াতে সাহাবাতেও এসেছে।

1 Answer

0 votes
by (696,450 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরতের ঘটনায় আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর গারে সওরের গর্তে আঙ্গুল প্রবেশ করানো অতঃপর বিষাক্ত প্রাণী কর্তৃক কামড় সম্বলিত যেই ঘটনার কথা শুনতে পাওয়া যায়, এমন কোনো ঘটনা সনদ সহকারে কোথাও পাওয়া যায় না। দুয়েকটি কিতাবে সনদ ব্যতিত উল্লেখ রয়েছে,
عن عمر: أن أبا بكر جعل يمشي بين يدي رسول الله تارة وخلفه أخرى وعن يمينه وعن شماله, وفيه أنه لما حفيت رجلا رسول الله حمله الصديق على كاهله, وأنه لما دخل الغار سد تلك الأجحرة كلها وبقي منها جحر واحد فألقمه كعبه فجعلت الأفاعي تنهشه ودموعه تسيل، فقال له رسول الله: لا تحزن إن الله معنا. قال ابن كثير: وفي هذا السياق غرابة ونكارة- (كنز العمال،الدر المنثور،البداية والنهاية،البيهقي في الدلائل)

(২) ধর্ষণ নিশ্চিত দেখলে তখনো আত্মহত্যা করা যাবে না। আত্মহত্যা করা তখনো জায়েয হবে না।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3746


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...