আসসালামু আলাইকুম ,
হযরত নবীজির হিজরতের ঘটনায় আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর গারে সওর এ গর্তের মধ্যে আঙ্গুল প্রবেশ করান ঘটনা , যে বিষাক্ত কোন প্রাণী আছে কিনা চেক করার জন্য এই ঘটনা কি সহি?
আবু তাহের মিসবাহ হুজুরের বাইতুল্লার মুসাফির কিতাবের একান্ন পৃষ্ঠায় এক ফিলিস্তিনি শায়খের একটা ঘটনা উল্লেখ আছে সেখানে তার স্ত্রী ইসরাইলি সেনাদের অত্যাচার থেকে বাঁচার জন্য আত্মহত্যার পথ বেছে নেয় এই ক্ষেত্রে কি আত্মহত্যা করা জায়েজ আছে?