আসসালামু আলাইকুম। আমি বেশ অনেকদিন ধরে ইস্তেখারা করছি। আমার ছোট বাচ্চা থাকার কারণে, ইস্তেখারার নামাজ পড়ে একেবারে কথা না বলে থাকতে পারি না, বাচ্চাটা এটা ওটা প্রশ্ন করে, তাছাড়া স্বামীর প্রশ্নের উত্তর দিতে হয়, এভাবে বাচ্চাটা ঘুমালে যে নামাজ পড়বো তার উপায় নেই, কারণ সে ঘুমায় অনেক দেরি করে। এমত অবস্থায় এভাবে ইস্তেখারা নামাজ পড়ে যাচ্ছি। দিনের বেলায়ও পড়ছি। দিনের বেলায়ও ঘুমানো সুযোগ নেই। কিন্তু আমার মন কোন দিকে আলাদা করে ঝুঁকে যাচ্ছে না । কিছুই বুঝতে পারছি না। একবার কাজটাকে হ্যাঁ মনে হচ্ছে আরেকবার না মনে হচ্ছে। কাইন্ডলি আমার ইস্তেখারা কি ঠিক আছে? আমি কি করতে পারি? মন পেরেশান হয়ে আছে। এভাবে ইস্তেখারা করলে কি হচ্ছে? অন্য কোন আলেমকে দিয়েও কি করানো যাবে ইস্তেখারা?
দয়া করে প্রশ্নগুলোর উত্তর দিবেন। স্বপ্নের ব্যাপারগুলিও ক্লিয়ার বুঝতে পারছি না।