আমার বয়স ১৪ বছর আমার আব্বুদ উপার্জন হালাল + হারাম মিশ্রিত জমির ব্যবসার সাথে আবার দলিল লেখক এর কাজ আছে সেখান্ব ঘোষ দিতে হয়। এখন আমি শিউর জানতাম না যে এটা আমার জন্য কি ইউজ করা হালাল কিংবা হারাম। আমার এখন অনেক গুলা পাঞ্জবি, গেঞ্জি আছে। আমার মোবাইল ফোনও সেই টাকায় কেনা তারপর আবার আমাকে প্রতিদিন ৫০-৬০ টাকা দেন টিফিন খাওয়ার জন্য সেটা মাঝে মধ্যে জমা করে এই মাদ্রাসার ফি দেই এখন আমার প্রশ্ন হলো এগুলা কি জায়েয হবে? আর না হলে করণীয় কি? কারণ আমার তো রেস্ট নেওয়ার ই সময় খুবই কম ঘুম থেকে উঠে নামাজ পড়ে কিছুক্ষণ পর স্কুল, স্কুল থেকে এসে খেয়ে, ফ্রেশ হয়ে আবার কোচিং, কোচিং শেষে মাদ্রাসার পড়া + স্কুলের পড়া। তারপর ঘুম আমার সারা দিনের ৮০% ই পড়া লেখায় যায় এখন বাকি সময় রেস্ট নেই বা বিনোদন এর জন্য রাখি এখন তো উপার্জন করা আমার জন্য প্রায় অসম্ভব। তাছাড়া টাকা না নিলে বাবা রাগারাগি করে।