আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
7 views
ago in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (18 points)
১. আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,,আমি আল্লাহ রাস্তায় কিছু স্বর্ণ দিতে চাচ্ছি। এটা আমি আমার পরিবারের কারোকে জানাইনি। আম্মুকে বললে, আম্মু রাজি হবেন নাহ। এই ক্ষেত্রে আম্মুকে না জানালে গুনাহ হবে?

২. As salamualaikum
Amar khub kaser relative etotai kharap j joto kharap kaj ase tar moddhe onk kharap kaj e addicted..tar kasakasi thaka kono vabei nirapod na...tar kharap kaje kew badha dile se take fasanor jonno sob korte pare...
Emon obosthai tar sathe ki relation break kora jabe?

৩. গর্ভবতী মহিলাদের রক্ত গেলে পাট পড়া দেওয়া হয়।যাতে বাচ্ছা নষ্ট না হয়।এটা পাঠ পড়া কি দেওয়া যাবে? নাকি পাট পড়া দিলে শিরক হবে?

৪. আসসালামু আলাইকুম
আমার দুইটা বিষয় জানার ছিল।
১)নারীদের জন্য যদি স্বর্ণ এবং রূপার অলংকার ছাড়া অন্য কোনো ধাতুর অলংকার ব্যবহার করা জায়েজ না হয়।তাহলে নারীরা যে সিটিগোল্ড,তারপর স্টিলের,কাচের আবার পুতির তৈরি বিভিন্ন অলংকার পড়ে থাকে অগুলো পড়া কি জায়েজ?
২)বিয়ে শরীয়ত মোতাবেক সম্পন্ন হলে। পাত্র যখন মসজিদ থেকে পাত্রীকে নিতে আসবে তখন যদি পাত্রীর ভাবী-বোন যারা আছে তারা দুষ্টামি করে বরকে আটকায় এবং টাকা চায় তা কি জায়েজ হবে? যদিও একদম বোরকা পরেই এই কাজটা করবে বলছে।
আসলে এভাবে বর আটকিয়ে কনে নেয়ার সময় টাকা চাওয়ার পদ্ধতিটা মৌলিক ভাবে কি জায়েজ নাকি না জায়েজ?
পাত্র-পাত্রী উভয়েই যেহেতু একদম শরীয়ত মোতাবেক বিবাহ করতে চায়,তাই ভাবী এমন প্রস্তাব দিলে পাত্রী তা না করে,এই বলে যে এমন কিছুতো শরীয়ত মোতাবেক বিয়েতে নেই।এতে যদি ভাবীরা রাগ করে বা কষ্ট পায় এতে কি পাত্রির গুনাহ হবে??

Please log in or register to answer this question.

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...