আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। ক্লাস ৮, ৯ এ থাকতে লালন শাহ এর মানবধর্ম কবিতা ছিল।কবিতাগুলো পড়া আর লিখার সময় মানে প্রশ্ন লিখার সময় নানা ধরনের কু চিন্তা আসলে তাহলে কি ঈমান চলে যাবে?আল্লাহকে বিশ্বাস করার পর ও হয়ত শয়তানের ধোকাতে এসব চিন্তা আসত। অনেক আগের কথা তহ কিরকম চিন্তা কতদূর তেমন কিছু মনে নেই।এরপর নামাজ পড়েছে হয়ত কালেমাও পড়ে থাকবে।উচ্চারণ করে পড়েছিল কিনাও মনে নেই।। এরপর ইন্টার দিয়ে ১ বছর পর বিবাহ করি। বিয়ে কি বৈধ হবে?