আমাদের আরবী ভাষা শেখার জন্য ৩০ মি করে করতে হয় তামরিন এখন একজন আসলে ৩০ মি + তামরিন করেছেন অনেকের সাথে নিজের যেই সাথী তার সাথে ২০ মি করেছেন। তিনি একজনকে বলেছেন সাথীর সাথে ২০ মি করেছি আমাকে ১০ মি ধরে দিলে হবে আপনাকে ১৫ মি ধরে দেই। এখন এটা কি তাওরিয়া হলো তিনি এই বিষয়ে এত ভাবে চিন্তে কথা বলেননি। এটা কি হারাম হয়েছে? বা মিথ্যা? তিনি সম্পূর্ণটা প্রকাশ করেননি। অনেক সময় নজর লাগে মানুষের।
যদি কারো তাওরিয়ার অভ্যাস হয়ে যায় এমন বারবার হয়ে যায় তাহলে কি গুনাহ হবে? যদি উনি চেষ্টা করে এটা না করার কেননা উনি আগে জানতেন না তাওরিয়া বিশেষ পরিস্থিতে জায়েজ!