আসসালামু আলাইকুম,
আমি কিছু বিষয় জানতে চাইতেছি। আমার ব্যাংকে বর্তমানে ৫ লাখ টাকা জমা আছে এবং আমার কাছে ৫ ভরি সোনা রয়েছে। আমি জাকাত সম্পর্কে একটু পরিষ্কার ধারণা নিতে চাই। ইসলাম অনুযায়ী এই টাকা ও সোনার ওপর আমার কত জাকাত দিতে হবে এবং সেটা কীভাবে হিসাব করব? আমার জানা মতে, সোনার জন্য আলাদা জাকাত হিসাব হয় আর টাকার জন্য আলাদা। আমি চাই যেন আমি সঠিকভাবে আমার জাকাত হিসাব করতে পারি, যাতে আল্লাহর দৃষ্টিতে আমার ফরজের পালন হয়। আপনি যদি আমাকে এই হিসাবটা সহজভাবে বুঝিয়ে দেন এবং কোন নিয়মগুলো আমাকে অনুসরণ করতে হবে, সেটা বিস্তারিত বলবেন, আমি কৃতজ্ঞ থাকব। এছাড়াও, আমি জানতে চাই, জাকাত দেওয়ার সময় কোনো নির্দিষ্ট নিসাবের উপরে থাকা জরুরি কি না? আর জাকাত আদায়ের ক্ষেত্রে কোনো বিশেষ সময়সীমা আছে কি? আপনার দোয়া ও সহযোগিতা আমার জন্য খুব মূল্যবান হবে। আগাম ধন্যবাদ।