আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ .
হাসবেন্ডকে আমি তালাক এর ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম।তখন উনি বলসিলেন," যদি তালাক হয় ও তাহলে এক তালাক ই হইসে। "তখন আমি বলেছিলাম আমি এক তালাক ও হোক চাই না। হাসবেন্ড এর উক্ত কথার জন্য সমস্যা হবে?
প্রসংগত হাসবেন্ড আমাকে কোনোদিন তালাক দেন নি আর তালাক প্রদানের নিয়তে ও কিছু বলেন নি।তাও তাকে জিজ্ঞাসা করার কারণে তিনি উক্ত কথাটা বলেছেন
2.স্ত্রী তাদের মধ্যে পূর্বে ঘটে যাওয়া তালাক সংক্রান্ত কথোপকথন নিয়ে পোস্ট লিখেছে ফতোয়া নেয়ার জন্য।যেখানে আমাদের তালাক হয়ে গেছে/ এটা বললে এক তালাক এইরকম বাক্য ছিলো।স্ত্রীর এরকম লিখার জন্য কি সমস্যা হবে?
3.একজন ব্যক্তি আমাকে বলসে যে সে যদি বলে আপনাদের তা,,,ক হয়ে গেসে তখন কি করবেন? তখন আমি তার উত্তরে বলসিলাম যে,"কি করবো আর,আলাদা থাকবো."তখন সে বলসে থাকতে পারবেন? আমি তার কথায় সম্মতি জানাইসিলাম আর বলসিলাম "আল্লাহ চাইলে কি করার." এইটার জন্য কি সমস্যা হবে? এই কথা বলার সময় বা এখন লিখার সময় ও আমি নিজের উপর কোনো তালাক নেই নাই।
এসব লিখার জন্য কি সমস্যা হবে?
4.ঝগড়ার সময় আমি আমার হাসবেন্ড কে বলসিলাম,"আমি অন্য কাউকে বিয়ে করবো/অন্য জামাই খুজবো"তখন সে বলসে, করো গিয়ে/অন্য জামাই খুঁজো, দেখবো কে আমার চেয়ে তোমাকে বেশি ভালো রাখে, কে তোমাকে সহ্য করে"উত্তরে আমি বলসিলাম, ভালো রাখবে,দেখিও।সে বলসে,দেখবো।
হাসবেন্ড এর তালাকের নিয়ত ছিলো না।আমার ও এই বাক্য বলার বা লিখার দ্বারা তালাকের নিয়ত ছিলো না।
উক্ত কথার জন্য কি সমস্যা হবে?
জাজাকাল্লাহ